আবার নতুন রুপে 13 বছর বাদে ফিরছে Nokia-র এই জনপ্রিয় ফোন, 16 জুন ভারতে হবে লঞ্চ

আবার নতুন রুপে 13 বছর বাদে ফিরছে Nokia-র এই জনপ্রিয় ফোন, 16 জুন ভারতে হবে লঞ্চ
HIGHLIGHTS

Nokia 5310 ফোনটি 16 জুন ভারতে লঞ্চ করা হবে এমনটি কোম্পানি একটি টিজারে জানিয়েছে

Nokia Mobile India তার টুইটার অকাউন্টে একটি টুইটে #NeverMissABeat এবং #Nokia5310 হ্যাশট্যাগ ব্যবহার করেছে

নোকিয়া 5310 ফোনটি এই বছর মার্চ মাসে Nokia 8.3 5G, Nokia 5.3 এবং Nokia 1.3 এর সাথে বাজারে লঞ্চ হয়েছিল

Nokia ফোন নির্মাতা কোম্পানি HMD Global তাদের নতুন ফোন বাজারে নিয়ে আসতে চলেছে। কোম্পানির এই নতুন ফোন Nokia 5310 (2020) হবে। আগামী 16 জুন ভারেত এই ফোন লঞ্চ করা হবে বলে জানিয়েছে কোম্পানি। নোকিয়া 5310 ফোনটি এই বছর মার্চ মাসে Nokia 8.3 5G, Nokia 5.3 এবং Nokia 1.3 এর সাথে বাজারে লঞ্চ হয়েছিল।

সম্প্রতি Nokia 5310 (2020) সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে। কোম্পানির তরফ থেকে শেয়ার করা এই পোস্টে Coming Soon লেখা একটি টিজার দেখা যায়। তার কয়েক দিন পর এবার এচএমডি গ্লোবল কোম্পানি আরেকটি পোস্ট করেন যেখানে ফোনের লঞ্চ ডেট এর ঘোষনা করা হয়।

HMD Global এর তরফ থেকে নোকিয়া 5310 এর একটি নতুন টিজার পোস্ট করা হয়েছে যেখানে সংস্থাটি জানিয়েছে যে ফোনটি আগামী পাঁচ দিনের মধ্যে লঞ্চ করা হবে, সেই হিসাবে Nokia 5310 ফোনটি 16 জুন ভারতে লঞ্চ করা যেতে পারে। মনে করিয়ে দি য়ে এই ফোন পুরোনো ক্লাসিক ফোন Nokia 5310 Xpress Music এর আপগ্রেড ভার্সন। এই ফোনটি কে 2007 সালে মার্কেটে লঞ্চ করা হয়েছিল।

Nokia Mobile India তার টুইটার অকাউন্টে একটি টুইটে #NeverMissABeat এবং #Nokia5310 হ্যাশট্যাগ ব্যবহার করেছে। এই ফোনের বড় বৈশিষ্ট্যটি হ'ল ডিজাইন।

Nokia 5310 ফিচার

নোকিয়া 5310 ফোনে রয়েছে 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে। এছাড়া ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক MT6260A প্রোসেসর। ফোনে যুক্ত 8MB র‍্যাম ও 16MB স্টোরেজ। ফোনে মেমোরি কার্ড এর সাহায্যে স্টোরেজ বাড়ানো যাবে। ফোনে থাকবে সিরিজ 30+ অপরেটিং সিস্টম।

ক্যামেরা জন্য ফোনে রয়েছে একটি VGA ক্যামেরা। এছাড়া 1200 mAh এর ব্যাটারি রয়েছে ফোনে। ফোনের ব্য়াটারি একটি সিঙ্গেল চার্জে 22 দিন পর্যন্ত ব্য়াকআপ দেবে। এছাড়া ফোনের অন্য়ান্য ফিচার লঞ্চ করার পর জানা যাবে।

Digit.in
Logo
Digit.in
Logo