Nokia 215 4G এবং Nokia 225 দুটি নতুন ফিচার ফোন এল ভারতে, 32GB পর্যন্ত স্টোরেজ থাকবে ফোনে

Nokia 215 4G এবং Nokia 225 দুটি নতুন ফিচার ফোন এল ভারতে, 32GB পর্যন্ত স্টোরেজ থাকবে ফোনে
HIGHLIGHTS

Nokia 215 4G এবং Nokia 225 4G দুটি ফিচার ফোনই পলিকার্বোনেট বডি ডিজাইন সহ আনা হয়েছে

নোকিয়ার দুটি ফোনেই দেওয়া হয়েছে 2.4-inch QVGA ডিসপ্লে, যার রেজোলিউশন 240x320 পিক্সেল

Nokia 215 4G এবং Nokia 225 4G দুটি ফোন লঞ্চ করেছে। এই দুটি ফিচার ফোনই 4G এবং VoLTE সহ আসে

Nokia ফোন নির্মাতা কোম্পানি HMD Global ভারতে নতুন নোকিয়া ফিচার ফোন নিয়ে হাজির হয়েছে। সংস্থা ভারতে Nokia 215 4G এবং Nokia 225 4G দুটি ফোন লঞ্চ করেছে। এই দুটি ফিচার ফোনই 4G এবং VoLTE সহ আসে। বলে দি যে এই দুটি ফোন আপাতত চিনে লঞ্চ করা হয়েছে।

Nokia 215 4G এবং Nokia 225 4G দুটি ফিচার ফোনই পলিকার্বোনেট বডি ডিজাইন সহ আনা হয়েছে।  এছাড়াও ফোন দুটিতে ব্লুটুথ সপোর্ট, ওয়্যারলেস FM রেডিও, ওয়েব ব্রাউজার, টর্চ, মিউজিক প্লেয়াল এবং জনপ্রিয় গেমও দেওয়া হয়েছে।

Nokia 215 4G এবং Nokia 225 4G ফিচার্স

নোকিয়ার দুটি ফোনেই দেওয়া হয়েছে 2.4-inch QVGA ডিসপ্লে, যার রেজোলিউশন 240×320 পিক্সেল। দুটি ফোনই ডুয়াল সিম সপোর্ট করে। Nokia-র নতুন এই দুটি ফিচার ফোন 1GHz Unisoc processor দ্বারা চালিত হবে। সাথে থাকছে T9 আইল্যান্ড স্টাইল নাম্বারিক কিপ্যাড Nokia ফোনে।

স্টোরেজের কথা বললে Nokia 215 4G এবং Nokia 225 4G ফোনে 64MB RAM এবং 128MB ইন্টারন্যাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ 32GB পর্যন্ত বাড়ানো যাবে। তবে Nokia 215 4G ফোনটিতে কোনও রিয়ার ক্যামেরা থাকছে না। এই দুই ফিচার ফোনেই ব্লুটুথ যেমন থাকছে, তেমনই আবার এর ব্যাটারি 1200mAh। 91 grams ওজনের Nokia 225 4G ফিচার ফোনে থাকছে VGA রেয়ার ক্যামেরা।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo