HIGHLIGHTSঅ্যাডভান্সড এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ফিচারের সাথে বাজারে Nokia 2.4 লঞ্চ করা হয়েছে
Nokia 2.4 ফোনের সাথে Jio তরফে 3,550 টাকার অবধি বেনিফিটস পেতে পারেন। যার মধ্যে 2,000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক রয়েছে
Nokia 2.4 এর একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যার মূল ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, দ্বিতীয় লেন্সটি 2 মেগাপিক্সেল, যা ডেপ্থ সেন্সর
Vostro 3501
Popular tech to stay connected anywhere. Save more on exciting Dell PCs.
Click here to know more
AdvertisementsNokia ফোন নির্মাতা সংস্থা HMD Global ভারতে তার নতুন স্মার্টফোন Nokia 2.4 লঞ্চ করল। Nokia 2.4 ফোন সংস্থার পুরোনো ফোন Nokia 2 সিরিজের নতুন মডেল। অ্যাডভান্সড এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ফিচারের সাথে বাজারে Nokia 2.4 লঞ্চ করা হয়েছে। ফোনের একটি মডেলই বাজারে পাওয়া যাবে যা 3GB/64GB ভ্যারিয়্যান্ট।
Nokia-র নতুন এই স্মার্টফোন তিনটি কালার Dusk, Fjord এবং Charcoal অপশনে পাওয়া যাবে। এছাড়া ফোনের ক্যামেরায় দেওয়া হয়েছে নাইট ও পোর্ট্রেইট মোড ফিচার। Nokia 2.4 ফোনের সাথে জিওর তরফে 3,550 টাকার অবধি বেনিফিটস পেতে পারেন। যার মধ্যে 2,000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক রয়েছে।
ভারতে নোকিয়া ২.৪ এর দাম 10,399 টাকা রাখা হয়েছে। এই দামে আপনি পাবেন ফোনের 3GB/64GB ভ্যারিয়্যান্ট। 26 নভেম্বর থেকে অনলাইনে Nokia.com/phones থেকে Nokia 2.4 স্মার্টফোনটি কেনা যাবে। পাশাপাশি অন্যান্য রিটেল স্টোর Flipkart এবং Amazon-এ 4 ডিসেম্বর থেকে বিক্রি করা হবে নোকিয়ার এই নতুন ফোন।
The wait is finally over. Nokia 2.4 is here and it is packed with powerful performance and looks. Pre-book now at https://t.co/gctVZ4CmQi #Nokia2dot4 pic.twitter.com/gpNiXlnZZT
— Nokia Mobile India (@NokiamobileIN) November 26, 2020
নোকিয়া ২.৪ ফোনে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হচ্ছে, যার রেজোলিউশন 720x1,600 pixels। বড় এই ডিসপ্লে-র অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং এর উপরে রয়েছে একটি নচ। ফোনটির ওজন মাত্র 189 গ্রাম। প্রসেসর হিসেবে এই ফোনে দেওয়া হচ্ছে একটি octa-core MediaTek Helio P22 SoC প্রসেসর, যা পেয়ার করা থাকছে 3GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে।
Nokia 2.4 এর একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যার মূল ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, দ্বিতীয় লেন্সটি 2 মেগাপিক্সেল, যা ডেপ্থ সেন্সর। রিয়ার ক্যামেরা সহ ফ্ল্যাশ লাইট পাওয়া যাবে। সামনের ক্যামেরাটি 5 মেগাপিক্সেল। সেলফি লেন্সটি ডিসপ্লেটির খাঁজে জায়গা পেয়েছে।
Nokia 2.4-এ একটি 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটিতে কানেক্টিভিটির জন্য 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, FM radio, Micro-USB, এবং একটি 3.5mm হেডফোন জ্যাক - ইত্যাদি সব ফিচার্সই প্রায় রয়েছে। Nokia 2.4 স্মার্টফোনটি Android 11 ready এবং সফ্টওয়্যারের দিক থেকে এতে Android 10 out-of-the-box দেওয়া হয়েছে।
Price: | ₹10399 |
Release Date: | 23 Oct 2020 |
Variant: | 64GB , 32GB2GBRAM |
Market Status: | Launched |
টপ-প্রোডাক্টস
হট ডিলস
ভিউ অলDigit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.
We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.