Nokia 2.4 ফোনের ভারতে শুরু হল বিক্রি, কম দামে নজরকাড়া ফিচার

Nokia 2.4 ফোনের ভারতে শুরু হল বিক্রি, কম দামে নজরকাড়া ফিচার
HIGHLIGHTS

HMD Global সংস্থাটি গত মাসে লঞ্চ হওয়া বাজেট স্মার্টফোন Nokia 2.4 এর বিক্রি শুরু করে দিয়েছে

Nokia 2.4 ফোন সংস্থার পুরোনো ফোন Nokia 2 সিরিজের নতুন মডেল

নোকিয়া ২.৪ ফোনে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হচ্ছে, যার রেজোলিউশন 720x1,600 pixels

নোকিয়ার স্মার্টফোন নির্মাতা HMD Global ইউজারদের জন্য সুসংবাদ এনেছে। সংস্থাটি গত মাসে লঞ্চ হওয়া বাজেট স্মার্টফোন Nokia 2.4 এর বিক্রি শুরু করে দিয়েছে। এই ফোনটি গ্রাহকরা নোকিয়া ওয়েবসাইট এবং অফলাইন স্টোর থেকে কিনতে পারেন। Nokia 2.4 ফোন সংস্থার পুরোনো ফোন Nokia 2 সিরিজের নতুন মডেল। অ্যাডভান্সড এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ফিচারের সাথে বাজারে Nokia 2.4 লঞ্চ করা হয়েছে। ফোনের একটি মডেলই বাজারে পাওয়া যাবে যা 3GB/64GB ভ্যারিয়্যান্ট।

Nokia 2.4 ফোনের বিক্রি শুরু হওয়ার খবর সংস্থা তার টুইটার হ্যান্ডেল এর মাধ্যমে দিয়েছে। নোকিয়ার এই নতুন ফোনের দাম 10,399 টাকা।

Nokia 2.4 ফিচার্স

নোকিয়া ২.৪ ফোনে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হচ্ছে, যার রেজোলিউশন 720×1,600 pixels। বড় এই ডিসপ্লে-র অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং এর উপরে রয়েছে একটি নচ। ফোনটির ওজন মাত্র 189 গ্রাম। প্রসেসর হিসেবে এই ফোনে দেওয়া হচ্ছে একটি octa-core MediaTek Helio P22 SoC প্রসেসর, যা পেয়ার করা থাকছে 3GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে।

Nokia 2.4 এর একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যার মূল ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, দ্বিতীয় লেন্সটি 2 মেগাপিক্সেল, যা ডেপ্থ সেন্সর। রিয়ার ক্যামেরা সহ ফ্ল্যাশ লাইট পাওয়া যাবে। সামনের ক্যামেরাটি 5 মেগাপিক্সেল। সেলফি লেন্সটি ডিসপ্লেটির খাঁজে জায়গা পেয়েছে।

Nokia 2.4-এ একটি 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটিতে কানেক্টিভিটির জন্য 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, FM radio, Micro-USB, এবং একটি 3.5mm হেডফোন জ্যাক – ইত্যাদি সব ফিচার্সই প্রায় রয়েছে। Nokia 2.4 স্মার্টফোনটি Android 11 ready এবং সফ্টওয়্যারের দিক থেকে এতে Android 10 out-of-the-box দেওয়া হয়েছে। 

Digit.in
Logo
Digit.in
Logo