একগুচ্ছ ফিচার নিয়ে বাজারে এল Micromax Canvas 5 Lite

একগুচ্ছ ফিচার নিয়ে বাজারে এল Micromax Canvas 5 Lite
HIGHLIGHTS

অ্যান্ড্রয়েড ৫.১-এর ললিপপ ভার্সনের ডুয়াল সিম ফোনটিতে 4G LTE সাপোর্ট করবে৷ অর্থাৎ এতে অনায়াসেই 4G সিম ব্যবহার করতে পারবেন৷

স্মার্টফোনের দুনিয়ায় মাইক্রোম্যাক্স Canvas 5 সিরিজের প্রতিটি মডেলই ক্রেতাদের মন জয় করেছে৷ শুক্রবার থেকে সেই সিরিজেরই আরও একটি ফোন বাজারে এসে গেল৷ নাম Micromax Canvas 5 Lite৷ মধ্যবিত্তের এক্কেবারে নাগালের মধ্যে এই স্মার্টফোনটি চলতি পুজোর মরশুমে জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা মোবাইল প্রস্তুতকারক সংস্থাটির৷ চলুন এক নজরে জেনে নেওয়া যাক এই নয়া মডেলের খুঁটিনাটি৷

আরও দেখুন : মাইক্রোসফটের হাত ধরেই ফের বাজারে আসতে চল্লো নোকিয়া

অ্যান্ড্রয়েড ৫.১-এর ললিপপ ভার্সনের ডুয়াল সিম ফোনটিতে 4G LTE সাপোর্ট করবে৷ অর্থাৎ এতে অনায়াসেই 4G সিম ব্যবহার করতে পারবেন৷ পাঁচ ইঞ্চির Full HD স্ক্রিনটি IPS ডিসপ্লে হওয়ায় এতে ভিডিও দেখার অভিজ্ঞতা হবে আরও মজাদার৷

2GB ব়্যাম বিশিষ্ট এই মডেলটির ক্যামেরাও মন্দ নয়৷ রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেল ও সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল-যুক্ত ফ্রন্ট ক্যামেরা৷ এবার জেনে নেওয়া যাক 16GB ইন্টারনাল মেমোরি বিশিষ্ট স্মার্টফোনটির ব্যাটারি কেমন! 2000mAh ব্যাটারি যুক্ত এই ফোন একবার চার্জ করলে ১৫০ ঘণ্টা চলবে৷ পাশাপাশি সাড়ে চার ঘণ্টা কথাও বলা যাবে৷ এছাড়া ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ, এফএম রেডিওর মতো সাধারণ ফিচারগুলি তো রয়েছেই৷

আপাতত এই মডেলটি শুধুমাত্র ই-কমার্স সাইট স্ন্যাপডিলে পাওয়া যাচ্ছে৷ দাম শুনলে হয়তো এখনই অর্ডার দিতে বসে পড়বেন! কারণ মাত্র ৬,৪৯৯ টাকায় এত ফিচার যুক্ত স্মার্টফোন তো সবসময় কেনার সুযোগ পাওয়া যায় না!

আরও দেখুন : জিওর থেকেও সস্তা!! এয়ারটেলের ৯০ দিনের দুর্দান্ত ডেটাপ্যাক

আরও দেখুন : মোটো Z স্মার্টফোনের 4 অক্টোবর ভারতে হবে লঞ্চ

Digit NewsDesk

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo