Motorola Razr 40 এবং Motorola Razr 40 Ultra ফোল্ডেবল ফোন লঞ্চ, 32MP সেলফি ক্যামেরা থাকছে ফোনে

Motorola Razr 40 এবং Motorola Razr 40 Ultra ফোল্ডেবল ফোন লঞ্চ, 32MP সেলফি ক্যামেরা থাকছে ফোনে
HIGHLIGHTS

Motorola তাদের দুটি নতুন ফোল্ডেবল ফোন (foldable phones) নিয়ে হাজির হয়েছে

Motorola Razr 40 এবং Motorola Razr 40 Ultra ফোনে 12GB পর্যন্ত RAM দেওয়া হয়েছে

Razr 40 Ultra ফোনের প্রতিযোগিতা বাজারে থাকা Vivo X Flip, OPPO Find N2 Flip এর অন্যান্য ফোল্ডেবল স্মার্টফোনের সাথে হবে

স্মার্টফোন কোম্পানি Motorola তাদের দুটি নতুন ফোল্ডেবল ফোন (foldable phones) নিয়ে হাজির হয়েছে। এই দুটি ফোন হল Motorola Razr 40 এবং Motorola Razr 40 Ultra। দুটি ফোনেই কিছু পার্থক্য রয়েছে। এর পাশাপাশি, দুটি ফোনেই ফ্ল্যাগশিপ প্রসেসর অফার করা হয়েছে।

Motorola Razr 40 এবং Motorola Razr 40 Ultra ফোনে 12GB পর্যন্ত RAM দেওয়া হয়েছে। Razr 40 Ultra ফোনের প্রতিযোগিতা বাজারে থাকা Vivo X Flip, OPPO Find N2 Flip এর অন্যান্য ফোল্ডেবল স্মার্টফোনের সাথে হবে। চলুন আসুন জেনে নেওয়া যাক দুটি ফোন একে অপর থেকে কতটা আলাদা?

Motorola Razr 40 Ultra এবং Razr 40 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Motorola Razr 40 Ultra ফোনে 6.9-ইঞ্চি ফোল্ডেবল পোলেড ডিসপ্লে রয়েছে, যার সাথে  165Hz রিফ্রেশ রেট এবং 1,400nits পিক ব্রাইটনেস অফার করা হয়েছে। ডিসপ্লেতে HDR10+ এর সাপোর্ট থাকছে। এর পাশপাশি ফোনে 3.6-ইঞ্চি poOLED আউটার কভার ডিসপ্লে রয়েছে। ফোনের ডিসপ্লে HDR10+ সাপোর্ট সহ (1,056×1,066 পিক্সেল) রেজোলিউশন  দেওয়া। এছাড়া 144Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে।

আরও পড়ুন : 26 হাজারের Samsung Galaxy M33 5G ফোন মাত্র 15,000 টাকায় কেনার সুযোগ! জানুন কোথায় পাবেন এই অফার

Motorola Razr 40 ফোনের ডিসপ্লেতেও একই ফিচার অফার করা হয়েছে। ফোনে 6.9-ইঞ্চি ফোল্ডেবল পোলেড ডিসপ্লে রয়েছে, যার সাথে  165Hz রিফ্রেশ রেট এবং 1,400nits পিক ব্রাইটনেস অফার করা হয়েছে। ডিসপ্লেতে HDR10+ এর সাপোর্ট থাকছে। এর পাশপাশি ফোনে 3.6-ইঞ্চি poOLED আউটার কভার ডিসপ্লে রয়েছে।

প্রসেসর

Motorola Razr 40 Ultra ফোনে কোয়ালকম Snapdragon 8+ Gen 1 প্রসেসর দেওয়া হয়েছে। যার সাথে থাকছে Adreno 730 GPU এর সাপোর্ট পাওয়া যাবে।

Motorola Razr 40 ফোনের প্রসেসরের কথা বললে, এতে Snapdragon 7 Gen 1 প্রসেসর সাপোর্ট করে।

ক্যামেরা

ফটোগ্রাফির ক্ষেত্রে Motorola Razr 40 Ultra ফোনে ডুয়াল রিয়ার রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 12 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 13 মেগাপিক্সেলের দ্বিতীয় আল্ট্রা ওয়াইড এঙ্গেল অফার করা হয়েছে। সেলফির জন্য ফোনে 32 মেগাপিক্সেলের লেন্স রয়েছে।

Motorola Razr 40 ফোনে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর রয়েছে। রেজর 40 ফোনেও 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

ব্যাটারি

Razr 40 Ultra ফোনে পাওয়ার দিতে 3,800mAh ব্যাটারি রয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। এর পাশাপাশি, Razr 40 ফোনে 4,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 30W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।

দুটি ফোনের সাথে ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট থাকছে।

আরও পড়ুন : Pixel 7a Vs Oneplus 11R: কোন 4টি ক্ষেত্রে ওয়ানপ্লাস থেকে আলাদা গুগল পিক্সেল ফোন! দেখে নিন এক নজরে

Moto-Razr-40

কত দামে পাওয়া যাবে Motorola Razr 40 Ultra এবং Razr 40

Motorola Razr 40 Ultra ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ বিক্রি করা হবে। ফোনের দাম 5,699 চাইনিজ ইউয়ান (প্রায় 66,000 টাকা) থেকে শুরু হচ্ছে।

Motorola Razr 40 ফোনের দাম 3,999 চীনা ইউয়ান অর্থাৎ প্রায় 46 হাজার টাকা থেকে শুরু হচ্ছে।

মটোরোলা এর এই দুটি ফোন আপাতত চিনের বাজারে লঞ্চ করা হয়েছে। ভারতের বাজারে এই দুটি ফোন লঞ্চ করার বিষয়ে কোনও তথ্য দেয়নি।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo