ফোল্ডেবল স্মার্টফোন Motorola Razr-এর ভারতে আজ থেকে বিক্রি শুরু, ক্রেতারা পাবে ১০,০০০ টাকা ক্যাশব্যাক

ফোল্ডেবল স্মার্টফোন Motorola Razr-এর ভারতে আজ থেকে বিক্রি শুরু, ক্রেতারা পাবে ১০,০০০ টাকা ক্যাশব্যাক
HIGHLIGHTS

লঞ্চ অফার হিসাবে এই ফোনের সাথে ১০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে

Motorola Razr এ ফোল্ডেবেল ডিসপ্লে থাকছে

Motorola Razr (2019) মার্চে ভারতে লঞ্চ হয়েছিল

স্মার্টফোন কোম্পানি মোটোরোলা লকডাউনের কারনে এতদিন তার নতুন স্মার্টফোন Motorola Razr-এর বিক্রি শুরু করতে পারেনি। কিন্তু ৮ মে, শুক্রবার ভারতে কোম্পানির প্রথম ফোল্ডেবল স্মার্টফোন বিক্রি শুরু করছে Motorola। কোম্পানি লঞ্চ অফার হিসাবে এই ফোনের সাথে ১০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে।

মনে করিয়ে দি যে Motorola Razr (2019) মার্চে ভারতে লঞ্চ হয়েছিল। এটাই কোম্পানি প্রথম ফোন্ডেবল ডিসপ্লের স্মার্টফোন। এটি দেখতে অনেকটা ২০০৮ সালের লঞ্চ হওয়া Moto Razr এর মতো।

এই ফোনের একটি ফোল্ডেবল ওলেড ডিসপ্লের সঙ্গেই রয়েছে একটি ছোড় ডিসপ্লে। এই ডিসপ্লেতে সহজেই নোটিফিকেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাবে। রেড জোনের গ্রাহকরা এখনই অনলাইনে কেনাকাটা করতে পারবেন না।

Motorola Razr (2019) স্পেসিফিকেশন

Motorola Razr (2019) -এ একটি 6.2 ইঞ্চি ফ্লেক্সিবেল ওলেড ডিসপ্লে ব্যবহার হয়েছে।ফোনের বাইরে থাকছে একটি 2.7 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ।

এই ফোনে রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা ব্যবহার করেই ফোনের বাইরে ছোট ডিসপ্লের মাধ্যমে সেলফি তোলা যাবে। যদিও এই ফোনের ডিসপ্লের উপরে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। ভিডিও কল করতেও এই ক্যামেরা ব্যবহার করা যাবে।

Motorola Razr (2019) এ কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। রয়েছে একটি অপটিকাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে রয়েছে 2,510mAh ব্যাটারি। এই ফোনের ওজন  205 গ্রাম।

Motorola Razr (2019) এর দাম

মটোরোলা রেজর (2019) -এর দাম 1,24,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে কালো রঙে এই ফোন পাওয়া যাবে। Flipkart থেকে পাওয়া যাবে এই ফোন। যদিও এখন শুধুই অরেঞ্জ ও গ্রিন জোনে ডেলিভারি হবে।

Digit.in
Logo
Digit.in
Logo