Moto G9 Power ভারতে হল লঞ্চ, ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি, 64MP ক্যামেরা

Moto G9 Power ভারতে হল লঞ্চ, ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি, 64MP ক্যামেরা
HIGHLIGHTS

Moto G9 Power ফোনটি একটি ভ্যারিয়্যান্টেই লঞ্চ করেছে। এই ফোনে থাকছে 4GB RAM এবং 64GB স্টোরেজ

Motorola স্মার্টফোনে একটি 6000mAh ব্যাটারি রয়েছে, যা 20W অবধি ফাস্ট চার্জিং সাপোর্ট করে

Moto G9 Power স্মার্টফোনে থাকছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 64MP

Motorola ভারতে লঞ্চ করল নতুন স্মার্টফোন Moto G9 Power। 6000mAh শক্তিশালী ব্যাটারি এবং 64 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এই স্মার্টফোন। এছাড়াও ফোনে রয়েছে কিছু দুর্দান্ত ফিচার। বলে দি যে সম্প্রতি Moto G9 Power ফোন ইউরোপে লঞ্চ করা হয়েছিল। তবে আসুন জেনে নেওয়া যাক ফোন সম্পর্কে সমস্ত কিছু…

Moto G9 Power স্পেসিফিকেশন

Moto G9 Power নতুন স্মার্টফোনে রয়েছে 6.8 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে। প্রসেসর হিসেবে এই ফোনে দেওয়া হয়েছে Qualcomm-এর Snapdragon 662 প্রসেসর। সফ্টওয়্যারের দিক থেকে Moto G9 Power মডেলে থাকছে Android 10। 4GB RAM এবং 64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টসের এই ফোনে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে, যার সাহায্যে ফোনের স্টোরেজ 512GB অবধি বাড়িয়ে নেওয়া যাবে।

Moto G9 Power স্মার্টফোনে থাকছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 64MP। এছাড়াও একটি 2MP ম্যাক্রো এবং আর একটি 2MP ডেপথ্ সেন্সর রয়েছে Motorola-র নতুন এই হ্যান্ডসেটে। সেলফির জন্য অর্থাৎ ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে Moto G9 Power-এ থাকছে একটি 16MP সেন্সর।

Motorola স্মার্টফোনে একটি 6000mAh ব্যাটারি রয়েছে, যা 20W অবধি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Moto G9 Power স্মার্টফোনে একটি রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।

Moto G9 Power দাম

সংস্থা তার নতুন Moto G9 Power ফোনটি একটি ভ্যারিয়্যান্টেই  লঞ্চ করেছে। এই ফোনে থাকছে 4GB RAM এবং 64GB স্টোরেজ। এই ভ্যারিয়্যান্টটি কেনা যাবে মাত্র 11999 টাকায়। এই ফোনটি 15 ডিসেম্বর দুপুর 12টায় Flipkart-এ প্রথম বিক্রি করা হবে।

Moto G9 Power Price and sale date

Moto G9 Power স্মার্টফোনটি ইলেকট্রিক ভায়োলেট এবং মেটালিক সেজ দুটি রঙে উপলব্ধ হবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo