Moto G4 Play নৌগাটের আপডেট পাচ্ছে

HIGHLIGHTS

Moto G4 Play স্মার্টফোনটির জন্য অ্যান্ড্রয়েড নৌগাটের আপডেট শুরু হল

Moto G4 Play নৌগাটের আপডেট পাচ্ছে

মোটোরোলা গতবছর G4 ব্র্যান্ডের ফোনের মধ্যে তিনটি ফোন লঞ্চ কজ্রেছিল যার মধ্যে G4, G4 Plus আর G4 Play আছে। G4 আর G4 Plus স্মার্টফোন দুটি গত বছর অ্যান্ড্রয়েড নৌগাট পেয়েগেছে কিন্তু G4 Play ফোনটি এই ক্ষেত্রে পিছিয়ে গেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

তবে কোম্পানি বলেছিল যে এই আপডেট জুন মাসে পাওয়া যাবে, কিন্তু তখন শুধু সোলআউট শুরু হয়ে গেছে, তবে এবার কোম্পানি এই নিয়ে প্রতীক্ষা শেষ করিয়ে জানিয়েছে যে এই স্মার্টফোনটি মানে G4 Play’র জন্যও অ্যান্ড্রয়েড নৌগাটের আপডেট করা শুরু হয়েছে।

এই আপডেট অ্যান্ড্রয়েড নৌগাট ভার্শান 7.1.1 কে নিচ্ছে আর নভেম্বর অব্দি অ্যান্ড্রয়েড সিকিউরিটি লেভেল্ও দিয়েছে। তবে এই ফোনটি এই আপডেট পেতে এত দেরি হল কেন সেই বিষয়ে কোম্পানি কিছু বলেনি। তবে এখন এই ফোনটি আপডেট পাচ্ছে যা একটি ভাল খবর।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo