নতুন Motorola Smartphone এর আজ প্রথম সেল, 7000 টাকার কম দামে চোখ ধাঁধানো ফিচার

নতুন Motorola Smartphone এর আজ প্রথম সেল, 7000 টাকার কম দামে চোখ ধাঁধানো ফিচার
HIGHLIGHTS

Motorola এর লেটেস্ট স্মার্টফোন Moto G04-এর প্রথম সেল ভারতে আজ 22 ফেবরুয়ারি শুরু হতে চলেছে

মোটোরোলা ফোনের বেস মডেলটি 6999 টাকায় লঞ্চ করা

মটোরোলা ফোনটি অক্টা-কোর প্রসেসর T606 প্রসেসর সহ আনা হয়েছে

Motorola ভারতে তার লেটেস্ট স্মার্টফোন Moto G04-এর প্রথম সেল শুরু করতে চলেছে। স্মার্টফোনটি সম্প্রতি ভারতীয় বাজারে আনা হয়েছে। ফোনটি আজ অর্থাৎ 22শে ফেব্রুয়ারি প্রথমবার বিক্রি করা হবে। আসুন এই ফোনের স্পেসিফিকেশন, দাম এবং সেলের বিষয় জেনে নিই।

Motorola G04 এর দাম এবং বিক্রি

মোটোরোলা ফোনের বেস মডেলটি 6999 টাকায় লঞ্চ করা হয়েছে। এই দামে ফোনের 4GB RAM+64GB স্টোরেজ অপশন কেনা যাবে। এছাড়া আরেকটি মডেল রয়েছে এই ফোনের। এতে 8GB Ram+128GB স্টোরেজের দাম 7999 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: Price Cut: 6000 টাকার কমে কিনুন সস্তা Samsung Smartphone, রয়েছে শক্তিশালী প্রসেসর এবং দুর্দান্ত ব্যাটারি

Motorola Moto G04 First sale
মোটোরোলা ফোনের বেস মডেলটি 6999 টাকায় লঞ্চ করা হয়েছে

মোটো G04 ফোনটি ই-কমার্স সাইট Flipkart থেকে কেনা যাবে। ফোনের সেল দুপুর 12টায় শুরু হবে। এতে প্রথম সেলে ফোনটি এক্সচেঞ্জ অফার সহ 750 টাকা ছাড়ে কেনা যাবে।

এছাড়া, UPI পেমেন্টে গ্রাহকরা 1000 টাকার ছাড় পেতে পারেন।

Moto G04 স্পেসিফিকেশন

বাজেট হ্যান্ডসেটটিতে একটি 6.56-ইঞ্চি IPS LCD প্যানেল রয়েছে। এটি HD+ রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট অফার করে।

Motorola G04 Price in india
Moto G04

মটোরোলা ফোনটি অক্টা-কোর প্রসেসর T606 প্রসেসর সহ আনা হয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনে 16MP AI ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া।

ফোনে পাওয়ার দিতে মোটোরোলা ফোনটি 5000mAh ব্যাটারি তে কাজ করে। এটি 15W ফাস্ট চার্জিং অফার করে।

মটোরোলা ফোনটি Android 14 অপারেটিং সিস্টামে চলে।

আরও পড়ুন: Oppo F25 Launch Date Leaked: লঞ্চের আগেই লিক হল ফোনের ফিচার, স্পেসিফিকেশন সহ সমস্ত ডিটেল

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo