Motorola-র সস্তা স্মার্টফোন Moto E20 লঞ্চ, 9000 টাকার কম দামের এই ফোনে রয়েছে দুর্দান্ত ফিচার

Motorola-র সস্তা স্মার্টফোন Moto E20 লঞ্চ, 9000 টাকার কম দামের এই ফোনে রয়েছে দুর্দান্ত ফিচার
HIGHLIGHTS

Moto Edge 20 ফোন বাজেট ক্যাটাগরিতে লঞ্চ করেছে

Motorola Moto E20 ফোনটি অ্যান্ড্রয়েড 11 এ চলবে

Motorola Moto E20 এর ব্যাটারি 4,000mAh, যা 10W চার্জিং সাপোর্ট করে

Motorola-র লেটেস্ট সস্তা স্মার্টফোন Moto E20 লঞ্চ হয়ে গিয়েছে। অনেক লীক এবং রিপোর্টের পরে Motorola তার Moto Edge 20 ফোন বাজেট ক্যাটাগরিতে লঞ্চ করেছে। স্মার্টফোনটি সস্তা দামে ইউরোপে লঞ্চ করা হয়েছে। Moto E20 Android 11 Go, একটি বড় ডিসপ্লে এবং 13 মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরার সাথে আসে। মটোরোলার এই ফোন ভারতে কবে পর্যন্ত আসবে তা নিয়ে কোম্পানি এখনও কিছু জানায়নি। যতদূর বাজেট ফোনের কথা, মটোরোলা ভারতে Moto G10, Moto G9 Power, Moto E7 এর মতো ফোন লঞ্চ করেছে। মটোরোলা Moto E30 ফোনেও কাজ করবে বলে আশা করা হচ্ছে, যা বাজেট ক্যাটাগরিতে লঞ্চ হতে পারে।

Motorola Moto E20 দাম

Androidworld একটি রিপোর্টে অনুসারে, Motorola Moto E20  ফোনের 2GB RAM + 32GB স্টোরেজ মডেলের দাম 99.99 ইউরো (আনুমানিক 8,700 টাকা)। ফোনটি কোস্টাল ব্লু এবং গ্রাফাইট গ্রে রঙে পাওয়া যাবে এবং অক্টোবর থেকে নেদারল্যান্ডসে কেনার জন্য পাওয়া যাবে। Motorola Moto E20 এর ভারতে লঞ্চ সম্পর্কে কিছুই বলা হয়নি।

Motorola Moto E20 এর স্পেসিফিকেশন

Motorola Moto E20 ফোনটি অ্যান্ড্রয়েড 11 এ চলবে। ফোনে 6.5 ইঞ্চির MaxxVision HD+ (720×1,600 পিক্সেল) ডিসপ্লে রয়েছে যা 60Hz রিফ্রেশ রেটের সাথে আসে। ফোনে 2GB RAM এর সাথে একটি অক্টা-কোর Unisoc T606 SoC প্রসেসর রয়েছে। এতে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যার মধ্যে একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে যার মধ্যে একটি f/2.2 লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। Motorola Moto E20 তে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে f/2.2 লেন্স সহ।

রিপোর্ট অনুসারে, মটোরোলা 32GB অনবোর্ড স্টোরেজ অফার করেছে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। কানেক্টিভিটি অপশনে রয়েছে 4G, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB, এবং 3.5mm হেডফোন জ্যাক। রিপোর্টে বলা হয়েছে যে ফোনের পিছনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গুগল অ্যাসিস্ট্যান্ট এক্টিভ করার জন্য একটি বোতাম দেওয়া হয়েছে। এছাড়া ফোনটি ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে IP52 সার্টিফিকেট দেওয়া হয়েছে। Motorola Moto E20 এর ব্যাটারি 4,000mAh, যা 10W চার্জিং সাপোর্ট করে। এছাড়াও এই ফোনের ওজন 184 গ্রাম।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo