আগামীকাল ভারতে আসছে Motorola Edge 60 ফোন, জানুন কত হবে দাম, ফিচার এবং ডিজাইন

আগামীকাল ভারতে আসছে Motorola Edge 60 ফোন, জানুন কত হবে দাম, ফিচার এবং ডিজাইন

আসুন জেনে নেওয়া যাক মোটোরোলা এজ ৬০ ফোনের লঞ্চ তারিখ, স্পেসিফিকেশন, দাম এবং ডিজাইন কেমন হবে।

Motorola Edge 60 ভারতে কবে হবে লঞ্চ

লঞ্চ তারিখের কথা বললে, কোম্পানি নিশ্চিত করেছে যে আপকামিং মোটোরোলা এজ ৬০ ফোনটি 10 জুন দুপুর 12টায় বাজারে আসবে। ফোনের বিক্রি Flipkart সাইট থেকে করা হবে।

আরও পড়ুন: 8000 টাকার সোজা ছাড় Realme GT এর এই ওয়াটারপ্রুফ 5G ফোনে, জানুন কোথায় পাবেন এই অফার

Motorola Edge 60 India Launch

কেমন স্পেসিফিকেশন থাকবে মোটোরোলা এজ ৬০ ফোনে

ফিচারের কথা বললে, মোটোরোলা এজ ৬০ ফোনে থাকবে 6.67-ইঞ্চি 1.5K AMOLED সহ 120Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে। এটি 1400 নিট পিক ব্রাইটনেস এবং কর্ণিং গরিল্লা গ্লাস ৭ আই প্রোটেকশন সহ আসবে।

পারফরম্যান্সের জন্য মোটোরোলা এজ ৬০ ফোনটি MediaTek Dimensity 7400 চিপসেটে কাজ করবে। এটি UFS 2.2 স্টোরেজ এবং LPDDR4X RAM সহ পেয়ার করা হবে। মোটোরোলা ফোনটি Android 15 ভিত্তিক লেটেস্ট HelloUI skin আউট অফ দ্য বক্সে চলবে।

পাওয়ার দিতে মোটোরোলা এজ ৬০ ফোনে থাকবে 5500mAh ব্যাটারি এবং 68W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট থাকবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে মোটোরোলা এজ ৬০ ফোনে 50 মেগাপিক্সেল Sony LYT700C সেন্সর এবং 3x অপটিকাল জুম সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর থাকতে পারে। ফোনের ফ্রন্টে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

ভারতে মোটোরোলা এজ ৬০ ফোনের কত দাম হবে

দামের কথা বললে, মোটোরোলা এজ ৬০ ফোনের দাম ভারতে 23,000 টাকার কাছাকাছি হতে পারে। তবে রিপোর্ট অনুযায়ী, হতে পারে এই ফোনটি আরও বেশি দামে আসতে পারে।

আরও পড়ুন: 12000 টাকার কমে 6000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ iQOO 5G ফোন কেনার সুযোগ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo