4GB র্যা ম আর ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে Moto X4 ভারতে লঞ্চ হয়েছে

HIGHLIGHTS

Moto X4 ফোনটির 3GB র্যা ম আর 32GB ভেরিয়েন্টের দাম Rs 20,999 ও 4GB র্যা ম আর 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টটির দাম Rs 22,999 রাখা হয়েছে

4GB র্যা ম আর ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে Moto X4 ভারতে লঞ্চ হয়েছে

অবশেষে প্রতীক্ষার অবশান হল, ভারতে লঞ্চ হল Moto X4। ভারতে এই ফোনটির দাম শুরু হচ্ছে Rs 20,999। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে এসেছে Moto X4 ফোনটির 3GB র‍্যাম আর 32GB ভেরিয়েন্টের দাম Rs 20,999 ও 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টটির দাম Rs 22,999 রাখা হয়েছে । এটি সুপার ব্ল্যাক আর স্টার্লিং ব্লু রঙে পাওয়া যাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Moto X4 ফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। এই ডিভাইসটিতে 12MP’র প্রাইমারী ক্যামেরা আছে। যা f/2.0 অ্যাপার্চার আর ফেস ডিটেকশান অটোফোকাস যুক্ত আর এই ফোনটির অন্য ক্যামেরাটি 8MP’র সেকেন্ডারি ক্যামেরা যুক্ত। রেয়ার ক্যামেরা ডুয়াল LED ফ্ল্যাশ আর বোখে মোড সাপোর্ট করে আর 30fps এ 4K ভিডিও রেকর্ডিং করতে পারে। এই ফোনটির সেলফি ক্যামেরা 16MP’র যা f/2.0 অ্যাপার্চার আর ডেটিকেটেড LED ফ্ল্যাশ যুক্ত। এই ফোনটিতে 5.2 ইঞ্চির ফুল HD LTPS IPS ডিসপ্লে আছে যা গোরিলা গ্লাসের প্রোটেকশান যুক্ত। এই ফোনটিতে 2.2 GHz অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 630 প্রসেসার আর 508 GPU আছে।

মোটোরোলার এই ফোনটিতে কানেক্টিভিটির জন্য ওয়াইফাই 802. 11ac ব্লুটুথ 5.0, GPS আর NFC সাপোর্ট করে।তবে এই ফোনটিতে 3.5mm এর অডিও জ্যাক নেই। Moto X4 ফোনটিতে অ্যান্ড্রয়েড নৌগাট 7.1  আছে আর ফোনটির রেয়ারে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। এই স্মার্টফোনটিতে 3000mAh এর ব্যাটারি আছে যা টার্বো চার্জিং সাপোর্ট করে আর এটি একটি ওয়াটার রেজিস্টেন্স ফোন।  

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo