Moto G5 Plus ফোনটি নভেম্বরের সিকিউরিটি পেজ আপডেট পেল

Moto G5 Plus ফোনটি নভেম্বরের সিকিউরিটি পেজ আপডেট পেল
HIGHLIGHTS

Moto G5 Plusফোনটির এই আপডেটের সঙ্গে এই ডিভাইসটিতে বেশ কিছু সুবিধা দেখতে পাওয়া যাবে

মোটোরোলা ভারতে Moto G5 Plus ফোনটির জন্য আপডেট দিয়েছে। এই আপডেটটিতে শুধু দুটি পরিবর্তন করা হয়েছে, নভেম্বর সিকিউরিটি পেজ আর কিছু স্টেবিলিটির সুবিধা। ডিসেম্বর শেষ হতে হতে নভেম্বর সিকিউরিটি পেজ পাওয়া একটু অদ্ভুত তবে যারা অ্যান্ড্রয়েডের সঙ্গে পরিচিত তাদের কাছে এটি অবাক হওয়ার মতন ব্যাপার না হওয়াই স্বাভাবিক।

এর থেকেও বেশি অবাক করার মতন ব্যাপার এই যে G5 Plus  আর নতুন G5s Plus ফোন দুটি এখনও অ্যান্ড্রয়েড নৌগাটে চলে। আর এর সঙ্গে মোটোরোলার তরফ থেকে ওরিওর আপডেটের বিষয়ে কোন খবর পাওয়া যায়নি।

Moto G5 Plus ফোনটিতে এই আপডেটের ফলে বেশ কিছু সুবিধা দেখতে পাওয়া যাবে। আপডেটের ফলে অ্যান্ড্রয়েড সিকিউরিটি আর স্টেবিলিটির সুবিধা পাওয়া যাবে। সেতবিলিটি ইম্প্রুভমেন্টের ফলে বাগ ফিক্স করতে সুবিধা হবে, জার ফলে ফোনের স্টেবিলিটির সুবিধা পাওয়া যাবে।

সোর্সঃ 

Digit.in
Logo
Digit.in
Logo