মটোরোলা-র সস্তা ৫জি মোবাইল Moto G 5G আরও কম দামে কেনার সুযোগ

মটোরোলা-র সস্তা ৫জি মোবাইল Moto G 5G আরও কম দামে কেনার সুযোগ
HIGHLIGHTS

20 জানুয়ারি থেকে Flipkart Big Saving Days Sale শুরু হচ্ছে, আপনি Moto G 5G ফোনকে HDFC ব্যাংক কার্ড থেকে কিনে থাকেন তবে আপনি পাবেন 10% অতিরিক্ত ছাড় কিনতে পাবেন

Motorola Moto G 5G ফোন ভারতে 20,999 টাকায় লঞ্চ করা হয়েছিল এবং এখন এক মাস পরে এর দাম 2000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে

Motorola এই দুর্দান্ত মোবাইল Qualcomm SM7225 Snapdragon 750G প্রসেসরের সাথে লঞ্চ করা হয়েছে

আপনি যদি কম দামে 5G স্মার্টফোন কেনার চেষ্টা করছেন তবে আপনার জন্য সুখবর রয়েছে। হ্যাঁ, ভারতের সবচেয়ে সস্তা 5G মোবাইল Motorola Moto G 5G এর দাম কমিয়ে দেওয়া হয়েছে, যার পরে এই সস্তা মোবাইলের দাম আগের চেয়ে আরও কম হয়ে গিয়েছে। গত বছর Motorola Moto G 5G ফোন ভারতে 20,999 টাকায় লঞ্চ করা হয়েছিল এবং এখন এক মাস পরে এর দাম 2000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে, যার পরে Moto G 5G এর বর্তমান দাম 18,999 টাকা হয়ে গিয়েছে। Motorola এই দুর্দান্ত মোবাইল Qualcomm SM7225 Snapdragon 750G প্রসেসরের সাথে লঞ্চ করা হয়েছে।

স্মার্টফোনে অতিরিক্ত লাভ পাওয়া যাবে

এই মাসে 20 জানুয়ারি থেকে Flipkart Big Saving Days Sale শুরু হচ্ছে, যেখানে আপনি Moto G 5G ফোনকে HDFC ব্যাংক কার্ড থেকে কিনে থাকেন তবে আপনি পাবেন 10% অতিরিক্ত ছাড় (নিয়ম এবং শর্তের সাথে) কিনতে পাবেন। অর্থাৎ আপনি খুব কম দামে 5G স্মার্টফোন Moto G 5G কিনতে পারবেন।

Moto g 5g

Moto G 5G ফিচার এবং স্পেসিফিকেশন

Moto G 5G স্মার্টফোন দেখতে পুরোপুরি Moto G9 power এর মতো। এই স্মার্টফোনে প্রসেসর হিসেবে পাওয়ারফুল কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G SOC দেওয়া হয়েছে। এর পাশাপাশি ফোনে থাকছে 6 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ। ফোনের মেমরি 1TB পর্যন্ত বাড়ানো যাবে। পিছনের প্যানেলে একটি ছোট স্কোয়ার ক্যামেরা মডিউল রয়েছে। ফোনের ফ্রন্টে একটি 6.7 ইঞ্চি ফুল এইচডি + ডিসপ্লে রয়েছে, যার পিক্সেল ডেন্সিটি 394 পিপিআই রয়েছে। 

Moto G 5G ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যা 48 মেগাপিক্সেল প্রাইমারী, 8 মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরযুক্ত। Moto G 5G-তে সেলফি তোলার জন্য 16-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

Moto G 5G স্মার্টফোনে শক্তিশালী 5,000 mAh ব্যাটারি দেওয়া হচ্ছে, যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অপারেটিং সিস্টেম হিসেবে Moto G 5G হ্যান্ডসেটে দেওয়া হচ্ছে Android 10 আউট অফ দ্য বক্স।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo