48MP ক্যামেরা সহ Moto E40 ভারতে লঞ্চ, দাম শুরু মাত্র 9499 টাকা থেকে

48MP ক্যামেরা সহ Moto E40 ভারতে লঞ্চ, দাম শুরু মাত্র 9499 টাকা থেকে
HIGHLIGHTS

ভারতে Moto E40 স্মার্টফোনের দাম পড়ছে 9,499 টাকা

Moto E40 হ্যান্ডসেটের ফ্লিপকার্টে সেল শুরু হবে 17 অক্টোবর রাত 12 টা থেকে

Moto E40 মোবাইলে রয়েছে 48MP প্রাইমারি ক্যামেরা সমেত ট্রিপল ক্যামেরা সেটআপ

মোটোরলা Moto E40 টেক মার্কেটে লঞ্চ করেছে। এই Moto E সিরিজের ফোন আসছে একাধিক উন্নত ফিচার, হাই- রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং স্মুথ স্ক্রোলিং অ্যানিমেশন এবং ওয়াটার রিপেলেন্ট ডিজাইনসমেত। এই নতুন ফোনকে হাল্কা বৃষ্টিতেও ব্যবহার করা যাবে। Moto E40 ফোন আসছে নিয়ার-স্টক অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্সের সাথে।

Moto E40 ইউরোপে গত সপ্তাহে লঞ্চ করেছিল। তখন এই ফোনের দাম ইউরোপে রয়েছে EUR 149, যা ভারতীয় কারেন্সিতে 13,000 টাকা। তবে ভারতে লঞ্চ হওয়া এই নতুন Moto E40 ফোন পাওয়া যাচ্ছে আরও কম বাজেটের মধ্যে। কেননা ভারতের টেক মার্কেটে 13,000 টাকার মধ্যে আরও ভালো কোয়ালিটির স্মার্টফোন টক্কর দেবার জন্য রয়েছে। যাদের মধ্যে Redmi 10 Prime এবং Realme 8i অন্যতম। এছাড়াও এই বাজেট রেঞ্জে Moto G9 Power ফোনও পাওয়া যাচ্ছে আরও বেটার স্পেসিফিকেশনের সঙ্গে।

Moto E40 স্মার্টফোনের দাম-

ভারতে Moto E40 স্মার্টফোনের দাম পড়ছে 9,499 টাকা। এই দাম 4GB RAM এবং 64GB স্টোরেজের ক্ষেত্রে প্রযোজ্য। নতুন স্মার্টফোন পাওয়া যাবে কার্বন গ্রে, পিঙ্ক ক্লে কালার অপশনে। Moto E40 হ্যান্ডসেটের ফ্লিপকার্টে সেল শুরু হবে 17 অক্টোবর রাত 12 টা থেকে। 

Moto E40 স্মার্টফোনের স্পেসিফিকেশন-

  • Moto E40 স্মার্টফোন আসছে 6.5 ইঞ্চির ম্যাক্স ভিসন আইপিএস ডিসপ্লের সঙ্গে যাতে রয়েছে এইচডি প্লাস ডিসপ্লে 720X1600 পিক্সেল রেজোলিউশন সমেত। 
  • এই ফোনের ডিসপ্লের  অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং স্ক্রিনের রিফ্রেশ রেট 90 Hz । 
  • Moto E40 হ্যান্ডসেট আসছে অক্টা- কোর ইউনিসক T700 প্রসেসরের সঙ্গে। এতে রয়েছে 1TB মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট।
  • Moto E40 কাজ করবে Android 11 অপারেটিং সিস্টেমে। যা ইউজারকে দেবে অ্যাড ফ্রি এক্সপেরিয়েন্স। 
  • Moto E40 হ্যান্ডসেট আসছে ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে। এতে রয়েছে  48MP প্রাইমারি সেন্সর, 2MP ডেপথ সেন্সর, 2MP ম্যাক্রো সেন্সর। এছাড়া ফোনে রয়েছে 8MP সেলফি শুটার।
  • এই মোবাইলে আসছে পাঞ্চ হোল ডিসপ্লে ফিচার এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সমেত। 
  • Moto E40 স্মার্টফোন আসছে 5000mAh ব্যাটারি এবং 10W ফাস্ট চার্জের ফিচার সমেত। 
  • নতুন এই ফোনের ওজন রয়েছে 198 গ্রাম এবং থিকনেস রয়েছে 9.1mm।

 

Digit.in
Logo
Digit.in
Logo