শীঘ্রই ভারতে লঞ্চ হবে মিজু MX6,M3s স্মার্টফোন

শীঘ্রই ভারতে লঞ্চ হবে মিজু MX6,M3s স্মার্টফোন
HIGHLIGHTS

মিজু'র MX6 স্মার্টফোন এ আপনি একটি ডেকা-কোর প্রসেসর দেখতে পাচ্ছিলেন , ওখানে M3s এ আপনি একটি অক্টা-কোর প্রসেসর পাবেন.

আমরা সবাই জানি যে কাল চীন এ মিজু'র স্মার্টফোন MX6 লঞ্চ করা হয়েছে।এই স্মার্টফোন কে শীঘ্রই ভারতে চালু করা হবে, এছাড়া বলে দি যে এই স্মার্টফোন এর সাথে ভারতে একটি আরো স্মার্টফোন কে লঞ্চ করা যেতে পারে।  এই স্মার্টফোন কে মিজু M3s নাম দেওয়া হয়েছে। এছাড়া আপনাকে বলে দি  যে ফোন কে সিলভার, গ্রে, গোল্ড ও রোজ গোল্ড রঙে চালু করা হবে.

মিজু MX6 স্মার্টফোনের ফিচার এর বলি তো এতে 5.5 ইঞ্চি ফুল HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে রেজুলেশন 1080 পিক্সেল। এইটা মিডিয়াটেক 64-বিট হেলিও x20 ডেকা কোর চিপসেট দিয়ে সজ্জিত করা. এটার স্পীড 2.3GHz হচ্ছে।  এতে মালি T880 GPU উপস্থিত রয়েছে। সাথে এতে 4GB RAM এর সাথে উপস্থিত করা হয়েছে। এতে 32GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। তবে ফোনের স্টোরেজ বাড়ানো যাবে না.

আরও দেখুন : গুগল কীবোর্ডে যুক্ত হলো একটি নতুন থিম

এই ফোনের ক্যামেরা সম্পর্কে বলি তো, এতে একটি 12 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা উপস্থিত রয়েছে. এছাড়াও রিয়ার ক্যামেরা  সঙ্গে LED ফ্ল্যাশ  দেওয়া হয়. এই ক্যামেরা ভিডিও 4K রেকর্ড করতে পারে. এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত রয়েছে. এটা অ্যান্ড্রয়েড 6.0.1 মার্সমেলো তে ভিত্তি করা. এটা একটি 3060mAh ব্যাটারি দিয়ে সজ্জিত করা হয়.

এছাড়া, দ্বিতীয় স্মার্টফোন, মানে মিজু M3s এ আপনি একটি বাজেট সেগমেন্ট এর স্পেক্স পাবেন, এই ফোন কে গতমাসে চীন এ চালু করা হয়েছে।

আরও দেখুন : লেনোভো 1 আগস্ট এ ভারতে লঞ্চ করবে তার নতুন স্মার্টফোন K5 নোট

Digit NewsDesk

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo