HIGHLIGHTS
ছবিতে ডিভাইসের ব্যাকে একটি ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা গেছে যার নিচে ফ্ল্যাশ আছে
আগামী বছর Meizu বিজনেস তাদের 15বছর উদযাপন করবে আর কোম্পানি তাদের অ্যানিভার্সারিতে নতুন ফোন লঞ্চ করতে পারে। আমরা Meizu 15 Plus এর রিটেল বক্স আগেই দেখেছি কিন্তু এবার Weibo তে এই ফোনটির প্রথম ছবি দেখা গেছে।
Surveyএছাড়া এই ফোনটির স্ক্রিন তিন দিক থেকে বেজেল যুক্ত হবেনা, যা Xiaomi Mi Mix 2 তে দেখা গেছে, যার টপে কার্ভড কর্নার্স আছে।
ছবিতে ডিভাইসের ব্যাকে ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেটআপ দেখানো হয়েছে যার নিচে ফ্ল্যাশ আছে। ফোনের টপে ডান দিকে আর বা দিকে রাউন্ডেড স্ক্রিন থাকবে।
ছবি থেকে জানা গেছে যে এই ডিভাইসে সেলফি ক্যামেরা বটমে থাকবে।
Meizu 15 Plus এর দাম CNY2,999/$450 হতে পাড়ে। এই ডিভাইসের একটি ভার্শান বেশি র্যাম আর বেশি ইন্টারনাল স্টোরেজ যুক্ত হতে পাড়ে যার দাম CNY3,499/$530 হবে।