Samsung থেকে Realme পর্যন্ত একাধিক স্মার্টফোন এই মাসে হয়েছে লঞ্চ, দেখে নিন লিস্ট

Samsung থেকে Realme পর্যন্ত একাধিক স্মার্টফোন এই মাসে হয়েছে লঞ্চ, দেখে নিন লিস্ট
HIGHLIGHTS

Samsung, Realme, Vivo প্রত্যেক ব্র্যান্ডই এই সময়ে এনেছে একাধিক স্মার্টফোন

গত কিছুদিনে ভারতের টেক মার্কেটে কোন কোন স্মার্টফোন লঞ্চ করেছে, দেখে নিন

বেশিরভাগ কোম্পানিই প্রতিবছর আগস্ট মাস কে বেছে নেয় নিজেদের বিশেষ স্মার্টফোনগুলি লঞ্চের ক্ষেত্রে

প্রতি মাসেই বেশ কিছু নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করে। তবে বেশিরভাগ কোম্পানিই প্রতিবছর আগস্ট মাস কে বেছে নেয় নিজেদের বিশেষ স্মার্টফোনগুলি লঞ্চের ক্ষেত্রে। ঠিক তেমনিই এবছর আগস্টে বাজারে এসেছে একাধিক স্মার্টফোন। Samsung, Realme, Vivo প্রত্যেক ব্র্যান্ডই এই সময়ে এনেছে একাধিক স্মার্টফোন। আসুন দেখে নেওয়া যাক গত কিছুদিনে ভারতের টেক মার্কেটে কোন কোন স্মার্টফোন লঞ্চ করেছে-

Samsung Galaxy Z Flip 3

ভারতে এই স্মার্টফোনের দাম শুরু হচ্ছে 84,999 টাকা থেকে। এই মডেল মিলবে দুটি  স্টোরেজ ভ্যারিয়েন্টে। পাওয়া যাবে 8GB RAM এবং 128GB স্টোরেজ  ভ্যারিয়েন্ট ও 8GB RAM ও 256GB ভ্যারিয়েন্ট। এই মডেলে মিলবে 120 HZ ডিসপ্লে রিফ্রেশ রেট। ক্যামেরা ফিচার হিসেবে থাকবে 12MP ডুয়াল রিয়ার ক্যামেরা। ব্যাটারি ফিচার হিসেবে থাকবে 3,300 mAh ব্যাটারি।

Samsung Galaxy Z Fold 3

Samsung Galaxy Z Fold 3  মডেলের দাম শুরু 1,49,999 টাকা থেকে। এতে রয়েছে 12GB RAM। স্টোরেজ বাড়ানো যাবে 512 GB পর্যন্ত। এই স্মার্টফোনে রয়েছে 7.6 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লে রিফ্রেশ রেট 120 HZ। এই মডেলে রয়েছে পাঁচটি ক্যামেরার সুবিধা। পাওয়া যাবে 4,400mAh ব্যাটারি ফিচার। এছাড়া থাকবে এস পেন সাপোর্ট।

Realme GT

Realme GT মডেলের দাম শুরু 37,999 টাকা থেকে। এতে রয়েছে 120 HZ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এই স্মার্টফোনের প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 888 চিপসেট। স্টোরেজ হিসেবে মিলবে 12GB পর্যন্ত RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ। Realme GT স্মার্টফোনে থাকবে 64MP প্রাইমারি ক্যামেরা। এই মডেলে পাওয়া যাবে 4,500 mAh ব্যাটারি ফিচার।

Realme GT Master Edition

Realme GT Master Editionস্মার্টফোন মিলবে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এই মডেলের দাম শুরু 25,999 টাকা থেকে। Realme GT Master Editionস্মার্টফোনের ডিসপ্লেতে থাকবে 120Hz রিফ্রেশ রেট। এই মডেলের প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগন 778G চিপসেট । স্মার্টফোনের ক্যামেরা সেটআপ হিসেবে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা ফিচার।

Samsung Galaxy M32 5G

এই 5G স্মার্টফোনে থাকবে 48MP প্রাইমারি ক্যামেরা। এই স্মার্টফোন মডেলে প্রসেসর হিসেবে থাকবে MediaTek Dimensity 720 চিপসেট। মডেলের স্টোরেজ হিসেবে থাকবে  8GB পর্যন্ত RAM। ব্যাটারি ফিচার হিসেবে মিলবে 5,000mAh ব্যাটারির সুবিধা। এই 5G স্মার্টফোন মিলবে দুটি ভ্যারিয়েন্টে। মডেলগুলির দাম শুরু হবে 20,999 টাকা থেকে।

Vivo Y33s

Vivo Y33s স্মার্টফোনে থাকবে ফুল এইচডি ডিসপ্লে। এই মডেলের স্টোরেজ হিসেবে থাকবে 8GB RAMএবং 128GB স্টোরেজ। Vivo Y33s স্মার্টফোনে ক্যামেরা সেটআপ হিসেবে মিলবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই মডেলের প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকবে 50MP সেন্সর। ব্যাটারি ফিচার হিসেবে মিলবে 5,000 mAh ব্যাটারির সুবিধা। Vivo Y33s স্মার্টফোন মডেলের দাম শুরু হবে 17,990 টাকা থেকে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo