ফ্রিতে পাওয়া জিওর 4G VoLTE ফোনটির বিষয়ে সব কিছু জানুন

HIGHLIGHTS

রিলায়েন্স জিও 15 আগস্ট থেকে প্রতি সপ্তাহে 5 মিলিয়ান জিওফোন সেল করার পরিকল্পনা করছে

ফ্রিতে পাওয়া জিওর 4G VoLTE ফোনটির বিষয়ে সব কিছু জানুন

আজ রিলায়েন্স জিও ভারতে তাদের 4G VoLTE ফিচার ফোনটি লঞ্চ করেছে। কোম্পানি তাদের এই ফোনটি ফ্রি দেবে, কিন্তু তার জন্য ইউজারকে Rs. 1500 দিতে হবে। জিও 3 বছর পরে তা ফেরত দিয়ে দেবে। আমরা এখানে আপনাদের রিলায়েন্স জিওর ফিচার ফোনটির বিষয়ে সব কিছু জানাব।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

·  কোম্পানি তাদের 4G VoLTE ফিচার ফোনটির নাম দিয়েছে জিওফোন।

·  কোম্পানি পরিকল্পনা করেছে যে প্রতি সপ্তাহে এই ফোনটির 5 মিলিয়ান ইউনিট সেল করা হবে।

·  এই ফোনটি 15 আগস্ট থেকে টেস্টিং বিট ফেজে পাওয়া যাবে আর 24 আগস্ট থেকে এটির প্রি বুকিং শুরু হবে

·  কোম্পানি এই ফোনটির জন্য Rs. 1500’র সিকিউরিটি নিচ্ছে যা 3 বছর পরে ফেরত দেওয়া হবে।

·  কোম্পানি জানিয়েছে যে, জিও ফোনটি ভারতেই তৈরি হবে আর এই ডিভাইসটির ডিজাইন সাধারন ফিচার ফোনের মতনই হবে।

· এই ফোনটিতে 2.4-ইঞ্চির QVGA ডিসপ্লে যুক্ত।  

·  এই ফোনটিতে ইন্টেলিজেন্ট ভয়েস অ্যাসিস্টেন্স থাকবে, যা অনেক কাজ করবে

· এই হ্যান্ডসেটটি একটি অ্যালফনুমেরিক কিপ্যাড যুক্ত হবে, যা 4- ওয়ে নেগিভেশান ট্যাঙ্গেল হিল যুক্ত।

·  এই ফোনটিতে এসডি কার্ড স্লটও আছে।

·  এই হ্যান্ডসেটটি জিও মিউজিক, জিও টিভি আর জিও সিনেমার মতন অ্যাপ যুক্ত হবে।

·  এই ফোনটিতে টর্চলাইট আর FM রেডিও থাকবে

·  জিওফোন কিনলে ইউজাররা আনলিমিটেড ভয়েস কল, ডাটা আর এসএমএস এর সুবিধা পাওয়া যাবে। এর জন্য ইউজারকে Rs 153 এর এক মাসের প্ল্যান নিতে হবে। এই প্ল্যানটি 15 আগস্ট থেকে শুরু হয়ে যাবে।

Rs 153 তে জিওর ধন ধনা ধন অফার শুধু জিও প্ল্যানের সঙ্গে পাওয়া যাচ্ছে . 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo