জিওর এই প্ল্যানে প্রতিদিন 3GB 4G ডাটা পাওয়া যাচ্ছে

HIGHLIGHTS

এই প্ল্যানটি তাদের জন্য ভাল যাদের প্রতিদিন অনেক বেশি ডাটার দরকার হয়

জিওর এই প্ল্যানে প্রতিদিন 3GB 4G ডাটা পাওয়া যাচ্ছে

জিও তাদের 4G পরিষেবা নিয়ে আসার পরে অনেক সময় পেরিয়ে গেছে। সম্পূর্ণ ফ্রি থেকে মূল্যের বিনিময় প্ল্যান দিচ্ছে তারও বেশ কিছু সময় পেরিয়ে গেছে। আর এসবের পরে জিওর গ্রাহক সংখ্যা হুহু করে বেড়েছে। আর এবার কোম্পানি বাজারে কিছু নতুন ও অন্য প্ল্যান নিয়ে এসেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আপনি যদি জির সেই সব প্ল্যান খুসি না হন যে গুলিতে 1GB বা 2GB 4G ডাটা পাওয়া যাচ্ছে তবে এবার আমরা এখানে আপনাদের একটি নতুন প্ল্যানের বিষয়ে জানাবো, যাতে ইউজার্সরা 3GB 4G ডাটা পাবে।

জিওর এই প্ল্যানের দাম 799 টাকা রাখা হয়েছে এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের। এই প্ল্যানে ইউজার্সরা আনলিমিটেড লোকাল আর এসটিডি কলের সুবিধা পায়। আর এতে মোট 84GB 4G ডাটা পাওয়া যায়। এই প্ল্যানে ইউজার্সরা আনলিমিটেড এসএমএসও করতে পারে আর এতে ইউজার্সরা জিও অ্যাপের আনলিমিটেড অ্যাক্সেসও পায়।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo