itel ভারতে লঞ্চ করল থার্মোমিটারের সাথে প্রথম ফিচার ফোন, জানুন দাম ও ফিচার

itel ভারতে লঞ্চ করল থার্মোমিটারের সাথে প্রথম ফিচার ফোন, জানুন দাম ও ফিচার
HIGHLIGHTS

itel it2192T হল সংস্থার প্রথম ফোন যার মধ্যে দেওয়া হয়েছে থার্মোমিটার। এর আগে লাভা এমন একটি ফোন লঞ্চ করেছিল

itel it2192T এর দাম 1,049 টাকা রাখা হয়েছে এবং এই ফোনটি ইন্টেলের হেলথ সিরিজ itel-Fit এর আওতায় আনা হয়েছে

আইটেলের এই ফোনে ইন-বিল্ট তাপমাত্রা সেন্সর রয়েছে। এই সেন্সরটি ক্যামেরার পাশে রিয়ার প্যানেলে রয়েছে

বাজেট স্মার্টফোন এবং ফিচার ফোন সংস্থা itel ভারতীয় বাজারে তার নতুন ফিচার ফোন নিয়ে এসছে। এই ফোনের বিশেষ বৈশিষ্ট্য হল থার্মোমিটার। সংস্থা তার নতুন ফিচার ফোনটি থার্মোমিটারের সাথে হাজির করেছে। আইটেলের এই ফোনটির নাম দেওয়া হয়েছে itel it2192T থার্মো এডিশন। বলে দি যে করোনা কাল শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া একটু চিন্তার বিষয়।

itel it2192T হল সংস্থার প্রথম ফোন যার মধ্যে দেওয়া হয়েছে থার্মোমিটার। এর আগে লাভা এমন একটি ফোন লঞ্চ করেছিল। itel it2192T এর দাম 1,049 টাকা রাখা হয়েছে এবং এই ফোনটি ইন্টেলের হেলথ সিরিজ itel-Fit এর আওতায় আনা হয়েছে। আইটেলের এই ফোনে ইন-বিল্ট তাপমাত্রা সেন্সর রয়েছে। এই সেন্সরটি ক্যামেরার পাশে রিয়ার প্যানেলে রয়েছে।

it2192T এর ফিচার্স

ডিসপ্লে – 4.5 ইঞ্চি
ব্যাটারি – 1000 এমএএইচ
টর্চলাইট – হ্যাঁ
ভাষা – হিন্দি সহ 8 টির সমর্থন
রঙ – হালকা নীল, মধ্যরাত্রি কালো এবং গভীর নীল
বিশেষ ফিচার – তাপমাত্রা মনিটর, কিং ভয়েস, অটো কল রেকর্ডার, ওয়ান টাচ মিউট
ওয়্যারেন্টি – 12 মাস

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo