সবচেয়ে কম দামে স্মার্টফোন নিয়ে এল itel

HIGHLIGHTS

খুব কম দামে প্রায় সব সুবিধাযুক্ত স্মার্টফোন নিয়ে এল itel। ফোনেটির দাম পড়ছে মাত্র ১৭০০ টাকা।

সবচেয়ে কম দামে স্মার্টফোন নিয়ে এল itel

খুব কম দামে প্রায় সব সুবিধাযুক্ত স্মার্টফোন নিয়ে এল itel। ফোনেটির দাম পড়ছে মাত্র ১৭০০ টাকা।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আরও দেখুন : বাজারে আসল Videocon Ultra50, ৩২GB স্টোরেজ দিয়ে সজ্জিত

itel-এর নতুন এই ফোনটির নাম রাখা হয়েছে "স্মার্টপাওয়ার it5612"। ফোনটিতে রয়েছে এলইডি টর্চ, OTG এবং ২৫০০mAh ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। ফোনটিতে থাকছে ০.৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ফ্লাশ সমেত। মেমরি বাড়ানো যাবে ৩২GB পর্যন্ত।

ফোনটির বাজার নিয়ে যথেষ্টই আশাবাদী শুনিয়েছে itel মোবাইল ইন্ডিয়ার CEO সুধীর কুমারকে। ফোনটি সাপোর্ট করবে মোট ৪টি ভাষা। ইংলিশ, হিন্দি, পাঞ্জাবি ও গুজরাটি।

আরও দেখুন : হুয়াওয়ে ইনজয় 6 স্মার্টফোন চালু, 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত করা

আরও দেখুন : স্মার্টফোন বাজারে লঞ্চ হল Swipe Elite 2 Plus বাজেট স্মার্টফোন

Digit NewsDesk

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo