iQOO Z5 স্মার্টফোন ভারতে লঞ্চ হবে 27 সেপ্টেম্বর, জানুন স্পেসিফিকেশন এবং কত হবে দাম

iQOO Z5 স্মার্টফোন ভারতে লঞ্চ হবে 27 সেপ্টেম্বর, জানুন স্পেসিফিকেশন এবং কত হবে দাম
HIGHLIGHTS

iQOO Z5 মডেল ভারতে লঞ্চ হবে 27 সেপ্টেম্বর দুপুর 12 টায়

iQOO Z3 মডেলের ব্যাপক সফলতার ফলে ভারতে লঞ্চ করতে চলেছে iQOO Z5 স্মার্টফোন

iQOO Z5 মডেলে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 5G চিপসেট, 120Hz রিফ্রেশ রেটের অ্যামোলয়েড ডিসপ্লে

iQOO ব্র্যান্ডের নতুন iQOO Z5 মডেল কবে ভারতে লঞ্চ হতে চলেছে তা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। iQOO Z3 মডেলের ব্যাপক সফলতার ফলে ভারতে লঞ্চ করতে চলেছে iQOO Z5 স্মার্টফোন। জানা গিয়েছে যে 27 সেপ্টেম্বর দুপুর 12 টায় লঞ্চ করবে iQOO Z5 মডেল। সম্প্রতি কোম্পানি একটি টিজার ইমেজ পোস্ট করেছে এই নতুন হ্যান্ডসেটের যেখানে দেখা গিয়েছে যে নতুন iQOO Z5 মডেল আসবে ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে। সঙ্গে থাকবে আয়তাকার মডিউলে এলইডি ফ্ল্যাশ। সিকিউরিটির জন্য থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখনও অবধি পোস্টারে মোবাইলটিকে নীল কালার অপশনে দেখা গিয়েছে। লঞ্চ হবার পরে আরও কয়েকটি নতুন কালার অপশন আসার সম্ভাবনা রয়েছে। নতুন স্মার্টফোনে থাকতে পারে এলসিডি ডিসপ্লে ও অ্যামোলয়েড প্যানেল।

iQOO Z5 স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • iQOO Z5 মডেলে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 5G চিপসেট। তবে প্রো ভার্সনের মডেলে থাকার সম্ভাবনা রয়েছে অন্য কোনো হাই – কোয়ালিটি চিপসেটের। 
  • মোবাইলে থাকতে পারে LPDDR5 RAM ও UFS 3.1 স্টোরেজ।
  • iQOO Z5 ডিভাইস আসতে পারে অ্যামোলয়েড ডিসপ্লে সমেত, স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে 120Hz।
  • এই স্মার্টফোন সাপোর্ট করতে পারে 55W ফাস্ট চার্জের ফিচার।

iQOO Z3 মডেলে কি কি স্পেসিফিকেশন ছিল

  • iQOO Z3 মোবাইল আসে 6.58 ইঞ্চি এফএইচডি প্লাস এলসিডি ডিসপ্লে সমেত, স্ক্রিনের রিফ্রেশ রেট 120 HZ।
  • স্ক্রিন রেজোলিউশন 2400X1080 এবং অ্যাসপেক্ট রেশিও 20:9 ।
  • ডিভাইসের স্ক্রিনে রয়েছে ওয়াটারড্রপ নচ , এইচডিআর টেন প্লাস ও 96% NTSC কালার গামুট।
  • এই মডেলে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 768G  SoC চিপসেট সঙ্গে অ্যাডরিনো 620 GPU.
  • এছাড়া রয়েছে 8GB LPDDR4x RAM এবং 256GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ যা এক্সপ্যান্ড যায় মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে। 
  • এই ফোন চলে  অ্যান্ড্রয়েড 11ভার্সনে।
  • ব্যাটারি ফিচার হিসেবে রয়েছে 4,400 mAh ব্যাটারি ও 55W ফাস্ট চার্জের সাপোর্ট। 
  • iQOO Z3 স্মার্টফোন আসে ট্রিপল ক্যামেরা সেটআপসমেত। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 64MP(f/1.79 অ্যাপারেচর)  Samsung ISOCELL GW3 সঙ্গে এলইডি ফ্ল্যাশ ও ইআইএস। 8MP আলট্রা ওয়াইড লেন্স (f/2.2 অ্যাপারেচর), 2MP ডেপথ সেন্সর (f/2.4 অ্যাপারেচর)। 
  • এছাড়া সেলফির জন্য রয়েছে 16MP সেন্সর ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo