iQOO Z10R ভারতে 24 জুলাই হবে লঞ্চ, তবে iQOO Z10 থেকে কতটা আলাদা হবে দেখে নিন তুলনা

HIGHLIGHTS

iQOO Z10R ভারতে 14 জুলাই লঞ্চ হবে, এটি iQOO Z10 এর আওতায় আসবে

আইকিউ জি১০আর ফোন 20,000 টাকার কম দামে আসবে

আইকিউ জি১০আর আর আইকিউ জি১০ কতটা আলাদা হবে

iQOO Z10R ভারতে 24 জুলাই হবে লঞ্চ, তবে iQOO Z10 থেকে কতটা আলাদা হবে দেখে নিন তুলনা

iQOO Z10R ভারতে 14 জুলাই লঞ্চ হবে বলে নিশ্চিত করেছে কোম্পানি। এটি iQOO Z10 এর আওতায় আনা হবে। পাশাপাশি, আইকিউ জি১০আর ফোনটিও 20,000 টাকার কম দামে আসবে। তবে আপকামিং আইকিউ জি১০আর ফোনটি আইকিউ জি১০ ফোন থেকে কতটা আলাদা হবে। আসুন জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এখন পর্যন্ত আইকিউ তার আপকামিং আইকিউ জি১০আর ফোনের বেশিরভাগ স্পেসিফিকেশন প্রকাশ করে দিয়েছে। এখানে আমরা আইকিউ জি১০ এর সাথে সরাসরি তুলনা করে দেখব কোন মডেলটি সেরা বিকল্প হবে আপনার জন্য।

আরও পড়ুন: Samsung Galaxy F36 5G vs Moto G96 5G: 20 হাজার টাকা দামে দুটি নতুন স্মার্টফোন, কোনটি হবে সেরা চয়েজ

iQOO Z10R vs iQOO Z10 কেমন হবে স্পেসিফিকেশন এবং ফিচার

ডিসপ্লে এবং ডিজাইন

ডিজাইন এবং ডিসপ্লের কথা বললে, আইকিউ জি১০আর ফোনে কার্ভড ডিসপ্লে এবং কার্ভড ব্যাক থাকবে। এছাড়া কোম্পানি জানিয়েছে যে নতুন আইকিউ ফোনে 120Hz AMOLOED ডিসপ্লে থাকবে। এছাড়া আইকিউ জি১০ ফোনটি 6.77-ইঞ্চি AMOLED প্যানেল সহ 120Hz রিফ্রেশ রেট রয়েছে।

iQOO Z10R Launch on 24 july

পারফরম্যান্স

প্রসেসর হিসেবে আইকিউ জি১০আর ফোনটি MediaTek Dimensity 7400 চিপসেট সহ আসবে বলে নিশ্চিত করেছে কোম্পানি। এটি MediaTek Dimensity 7300 প্রসেসরের সাক্সেসার। অন্যদিকে, আইকিউ জি১০ ফোনটি Snapdragon 7s Gen 3 চিপসেটে কাজ করে।

মেমোরি হিসেবে আইকিউ জি১০ ফোনটি 12GB পর্যন্ত RAM সহ পেয়ার করা। এছাড়া কোম্পানি নিশ্চিত করেছে যে আইকিউ জি১০আর ফোনটিও 12GB RAM সহ আসবে। এছাড়া ফোনে ভার্চুয়াল RAM ব্যবহার করে 12GB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

ব্যাটারি

পাওয়ার দিতে আইকিউ জি১০ ফোনটি বিশাল 7300mAh ব্যাটারি সহ 90W ফাস্ট চার্জিং সহ আনা হয়েছে। তবে আইকিউ জি১০আর ফোনে আইকিউ জি১০ এর তুলনায় ছোট ব্যাটারি দেওয়া যেতে পারে। কোম্পানি নিশ্চিত করেছে যে আইকিউ জি১০আর ফোনটি 5700mAh ব্যাটারি থাকবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য, আইকিউ জি১০ ফোনে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড ক্যামেরা রয়েছে যা 4K 30fps ভিডিও সাপোর্ট করে এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর সহ পেয়ার করা। সেলফির জন্য, এতে 32 মেগাপিক্সেল শ্যুটার রয়েছে। আইকিউ জি১০আর ফোনে একই 50 মেগাপিক্সেল Sony IMX882 4K মেইন ক্যামেরা থাকবে এবং সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেল ক্যামেরাও থাকবে, যা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

আরও পড়ুন: 15 হাজার টাকার কম দামে LG, Samsung Smart Tv সস্তায় কেনার সুযোগ, দুর্দান্ত পিকচার কোয়ালিটি সহ সাউন্ড কোয়ালিটি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo