iQoo Neo 3 5G ফোন 12GB র‌্যাম সহ লঞ্চ, জেনে নিন দাম ও ফিচার

iQoo Neo 3 5G ফোন 12GB র‌্যাম সহ লঞ্চ, জেনে নিন দাম ও ফিচার
HIGHLIGHTS

নতুন iQoo Neo 3 5G-তে রয়েছে 4,500 mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং

ফ্ল্য়াগশিপ এই ফোনে কোয়ালকম স্ন্য়াপড্রাগন 856 প্রসেসর ব্য়বহার করা হয়েছে

স্মার্টফোন কোম্পানি ভিভো-র সাব ব্র্য়ান্ড iQoo চীনে নতুন ফোন লঞ্চ করেছে। চীনে একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ হচ্ছে।। ফ্ল্য়াগশিপ এই ফোনে কোয়ালকম স্ন্য়াপড্রাগন 856 প্রসেসর ব্য়বহার করা হয়েছে।

নতুন iQoo Neo 3 5G-তে রয়েছে 4,500 mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং। এই ফোনে UFS 3.1 স্টোরেজ ব্যবহার কয়েছে। নতুন ফোনের দাম ও স্পেসিফিকেশন দেখে নিন।

iQoo Neo 3 5G স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়াল সিম iQoo Neo 3 5G-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির iQoo UI স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.57 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরতে রয়েছে  Snapdragon 865 চিপসেট, 12 জিবি র‌্যাম ও 256 জিবি স্টোরেজ।

এই ফোনের পিছনের ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

iQoo Neo 3 5G দাম

চীনে iQoo Neo 3 5G-র দাম শুরু হচ্ছে 2,698 ইউয়ান (প্রায় 28,900 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ। ইতিমধ্যেই চীনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। কালো ও নীল রঙে এই ফোন পাওয়া যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo