iQOO Neo 10R ভারতে আজ হবে লঞ্চ, 6400mAh ব্যাটারি সহ আসা সবচেয়ে পাতলা ফোন হবে

HIGHLIGHTS

iQOO Neo 10R আজ বিকেল 4 ভারতে লঞ্চ করা হবে

আপকামিং আইকিউ নিও 10আর ফোনটি 30 হাজার টাকার কম দামে আসতে পারে

আইকিউ ফোনটি 4nm Snapdragon 8s Gen 3 চিপসেটে কাজ করবে

iQOO Neo 10R ভারতে আজ হবে লঞ্চ, 6400mAh ব্যাটারি সহ আসা সবচেয়ে পাতলা ফোন হবে

iQOO Neo 10R কোম্পানির 2025 সালে ভারতে আসা প্রথম স্মার্টফোন হতে চলেছে। এছাড়া এটি কোম্পানির R-সিরিজের প্রথম ডিভাইস। আইকিউ নিও 10আর ফোনটি ভারতে আজ লঞ্চ হতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক আইকিউ নিও 10আর ফোনে কী বিশেষ থাকবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iQOO Neo 10R ভারতে কখন হবে লঞ্চ

আইকিউ নিও 10আর ফোনটি আজ বিকেল 4 ভারতে লঞ্চ করা হবে। কোম্পানির অফিসিয়াল সাইট থেকে ফোনের লঞ্চ ইভেন্ট লাইভ করা হবে। এছাড়া কোম্পানি ইউটিউবে এই লঞ্চ ইভেন্ট দেখা যাবে।

আরও পড়ুন: প্রথম সেলেই 5000 টাকা সস্তায় Nothing Phone 3a সিরিজ কেনার সুযোগ, 32MP সেলফি ক্যামেরার ফোনের আজ প্রথম সেল

iQOO Neo 10R India launch today

ভারতে কত দামে আসবে আইকিউ নিও 10আর

কোম্পানি নিশ্চিত করেছে যে আপকামিং আইকিউ নিও 10আর ফোনটি 30 হাজার টাকার সেগামেন্টে আসা সবচেয়ে পাওয়ারফুল স্মার্টফোন হবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে আপকামিং ফোনটি 30 হাজার টাকার কম দামে আসতে পারে।

আইকিউ নিও 10আর ফোনের স্পেসিফিকেশন কেমন হবে

প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে আইকিউ ফোনটি 4nm Snapdragon 8s Gen 3 চিপসেটে কাজ করবে। আইকিউ জানিয়েছে যে ফোনটি এই সেগামেন্টে সবচেয়ে পাওয়ারফুল ফোন হবে।

ডিসপ্লে: আপকামিং আইকিউ নিও 10আর ফোনটি 6.78-ইঞ্চি স্ক্রিন সহ 1.5k ফ্ল্যাট AMOLED ডিসপ্লে সহ আসবে। এটি 4500 নিটস লোকল পিক ব্রাইটনেস এবং 3840Hz PWM ডিমিং সাপোর্ট করবে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে আইকিউ নিও 10আর ফোনে 50MP Sony OIS সেন্সর এবং 8MP আল্ট্রাওয়াইড শুটার সাপোর্ট করবে। ফ্রন্টে 32MP সেলফি শুটার পাওয়া যাবে এই ফোনে।

ব্যাটারি: পাওয়ার দিতে আইকিউ নিও 10আর ফোনে 6400mAh ব্যাটারি এবং 80W ফাস্ট ওয়্যারড চার্জিং সাপোর্ট করবে। শুধু তাই নয়, কোম্পানি দাবি করেছে যে এটি এই ব্যাটারি সহ আসা সবচেয়ে স্লিম ফোন হবে।

আরও পড়ুন: পুরো 56 দিন আনলিমিটডে কলিং এবং প্রতিদিন 3GB পর্যন্ত ডেটা সহ আসে Vodafone Idea এর 3 রিচার্জ প্ল্যান, Airtel এবং Jio এর চিন্তা বাড়ল

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo