আর কিছুক্ষণে লঞ্চ হবে iQOO Neo 10 ফোন, থাকবে 7000mAh এর বড় ব্যাটারি, জানুন কেমন হবে স্পেক্স

HIGHLIGHTS

আইকিউ আজ 26 মে তার নতুন iQOO Neo 10 স্মার্টফোন ভারতে লঞ্চ করতে চলেছে

আপকামিং আইকিউ নিও ১০ স্মার্টফোন Snapdragon 8s Gen 4 প্রসেসর সহ আসবে

আইকিউ নিও ১০ ফোনে 7000mAh এর শক্তিশালী ব্যাটারি অফার করবে

আর কিছুক্ষণে লঞ্চ হবে iQOO Neo 10 ফোন, থাকবে 7000mAh এর বড় ব্যাটারি, জানুন কেমন হবে স্পেক্স

আইকিউ আজ 26 মে তার নতুন iQOO Neo 10 স্মার্টফোন ভারতে লঞ্চ করতে চলেছে। কোম্পানি তার টিজার প্রকাশ করে আপকামিং আইকিউ নিও ১০ ফোনের একাধিক ফিচার সম্পর্কে জানিয়েছে। আইকিউ নিও ১০ ফোনে থাকবে 144Hz রিফ্রেশ রেট এবং 1.5K AMOLED স্ক্রিন। শুধু তাই নয়, এই স্মার্টফোন Snapdragon 8s Gen 4 প্রসেসর সহ আসবে। এছাড়া কোম্পানি আইকিউ নিও ১০ ফোনে 7000mAh এর শক্তিশালী ব্যাটারি অফার করবে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং আইকিউ ফোনের কী বিশেষ থাকবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iQOO Neo 10 ফোনের লঞ্চ তারিখ এবং সময় কী

আপকামিং আইকিউ নিও ১০ ফোনটি ভারতে আজ 26 মে দুপুর 12টায় লঞ্চ হবে। এই ডিভাইসের লঞ্চ ইভেন্ট কোম্পানির সাইটে দেখা যাবে।

আরও পড়ুন: 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ Samsung 5G ফোন 8000 টাকা সস্তায় কেনার সুযোগ

ভারতে কত দাম হবে আইকিউ নিও ১০ ফোনের

দামের কথা বললে, ভারতে আইকিউ নিও ১০ ফোনটি 35,000 টাকা কম দামে আসবে বলে আশা করা হচ্ছে। তবে সঠিক দাম আইকিউ নিও ১০ ফোনের লঞ্চের পর জানা যাবে। আপকামিং আইকিউ ফোনটি Amazon সাইট এবং আইকিউ ই-স্টোর থেকে কেনা যাবে।

iQOO Neo 10 launch in India today

আইকিউ নিও ১০ ফোনের স্পেসিফিকেশন কেমন হবে

আগামী নিও ১০ ফোনের একাধিক ফিচার এবং স্পেসিফিকেশন কোম্পানি আগেই টিজ করে দিয়েছে। কোম্পানি ইতিমধ্যে আইকিউ নিও ১০ ফোনের ছবি শেয়ার করেছে। আপকামিং ফোনটি দুটি কালার অপশনে চালু করা হয়েছে। আইকিউ নিও ১০ ফোনে 1.5K, 144Hz রিফ্রেশ রেট এবং 5000 নিট পিক ব্রাইটনেস সহ AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। লিক অনুযায়ী, এতে 6.78 ইঞ্চির LTPO প্যানেল হতে পারে।

প্রসেসর হিসেবে আইকিউ নিও ১০ ফোনটি Snapdragon 8s Gen 4 চিপসেট সহ আসবে। এতে আইকিউ এর সুপারকম্পিউটিং চিপ Q1 ও পাওয়া যাবে। পাওয়ার দিতে ফোনের সাথে থাকবে 7000mm এর বড় কুলিং চেম্বর যা ফোনকে গরম হতে দেয় না। কোম্পানির দাবি যে এটি একমাত্র এমন ফোন যা 144fps গেমিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে আইকিউ নিও ১০ ফোনে OIS সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা হবে। কোম্পানি ফোনের ফ্রন্ট এবং রিয়ারে 60fps এ 4K ভিডিও রেকর্ডিং অফার করবে।

ফোনের বিশেষ জিনিস হল কোম্পানি ফোনে পাওয়ার দিতে 7000mAh ব্যাটারি এবং 120W ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট দেবে।

আরও পড়ুন: 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 100W ফাস্ট চার্জিং স্পিড সহ OnePlus 5G ফোনে 6000 টাকার দেদার ছাড়

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo