IQOO 3 ভারতে স্ন্যাপড্র্যাগন 865 আর 48Mp র ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে

IQOO 3 ভারতে স্ন্যাপড্র্যাগন 865 আর 48Mp র ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে
HIGHLIGHTS

iQOO 3 ফোনে আছে 6.44 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে

এই ফোনে একটি 4400mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে যা 55W ফাস্ট চার্জ সাপোর্ট করে

iQOO 3 ফোনের প্রাথমিক দাম 36,990 টাকা

ভারতে অবশেষে iQOO তাদের প্রথম স্মার্টফোন iQOO 3 লঞ্চ করেছে। এই ফোনটি 55W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই ফোনের 4G আর 5G দুটি ভেরফিয়েন্টটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 865 চিপসেটের সঙ্গে এসেছে।

iQOO 3 ফোনে আছে 6.44 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে আর এই ফোনে এর সঙ্গে পাবনে HDR 10+আর 409PPI । আর এই ফোনে এর সঙ্গে আছে কর্নিং গোরিলা গ্লাস 6 আর এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 865 চিপসেট যুক্ত। আর এই ফোনে আছে অ্যাড্রিনো 650। এই ফোনে আছে 128GB আর 256GB র UFS 3.1 স্টোরেজ আর ফোনে আছে 8GB আর 12Gb র LPDR5 র‍্যাম। ফোনে ভাল গেমিংয়ের জন্য একটি “মনস্টারটাচ বটন দেওয়া হয়েছে”।

এই iQOO 3 ফোনে আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন যা 48Mp র মেন ক্যামেরার সঙ্গে যা f/1.79 অ্যাপার্চারের আছে 13MP র একটি f/2.46 অ্যাপার্চার আর একটি 13Mp র f/2.2 অ্যাপার্চারের ফোন আর সঙ্গে একটি f/2.4 অ্যাপার্চারের 2Mp র ক্যামেরা। আর এই ফোনে আছে সুপার নাইট মোড সহ একাধিক ক্যামেরা মোড।

ফোনে আছে 16MP র সেলফি ক্যামেরা যা f/2.4 অ্যাপার্চার যুক্ত। আর এই ফোনে এর সঙ্গে আপনারা 4K ভিডিও শুট করতে পারবেন।

এই ফোনে আছে একটি 4440mAh য়ের ব্যাটারি যা 55W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই ফোনে এর সঙ্গে আপনারা এই চার্জ প্রযুক্তিকে “সুপার ফ্ল্যাশ চার্জিং” যুক্ত। আর এই ফোনে এর সঙ্গে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ফোনটি অ্যান্ড্রয়েড 10 নির্ভর iQOO UI যুক্ত। ফোনটি 4G আর 5G দুটি মডেলে এসেছে।

ভারতে IQOO 3 র দাম

এই ফোনটি ভারতে ভলক্যানো ওরেঞ্জ, কোয়ান্টার সিলভার আর টরনেডো ব্ল্যাক কালারে আসবে। আর এই ফোনে আছে 8GB র‍্যাম আর 128Gb স্টোরেজ যার দাম 36,990 টাকা। আর এই ফোনের 256Gb র 4G মডেলের দাম 39,990 টাকা। আর এই ফোনের 5G মডেলের দাম 44,990 টাকা। ফোনটির প্রথম সেল 4 মার্চ 12 টার সময়ে ফ্লিপকার্টে হবে।

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo