লিক হল iQOO 12, iQOO 12 Pro পোস্টর, স্টাইলিশ ডিজাইন এবং দুর্দান্ত ফিচার থাকবে

লিক হল iQOO 12, iQOO 12 Pro পোস্টর, স্টাইলিশ ডিজাইন এবং দুর্দান্ত ফিচার থাকবে
HIGHLIGHTS

আপকামিং সিরিজের আওতায় iQOO 12 এবং iQOO 12 Pro আগামী মাসে চিনের বাজারে লঞ্চ করা হবে

আপকামিং দুটি ফোনে লেটেস্ট Snapdragon 8 Gen 3 প্রসেসর থাকতে পারে বলে আশা করা হচ্ছে

আপকামিং iQOO 12 Series ফোনটি 7 নভেম্বর লঞ্চ করা হবে

iQoo কোম্পানি গত বছরের ডিসেম্বর মাসে iQoo 11 Series লঞ্চ করেছিল। ফোনটি দুর্দান্ত ফিচার সহ বাজারে আনা হয়েছিল। ফোনটি বিশ্বের সবচেয়ে ফাস্ট স্মার্টফোন হিসাবেও লঞ্চ করা হয়েছিল। এখন আবার কোম্পানি তার নতুন iQOO 12 সিরিজের ফোন বাজারে আনতে চলেছে। এই সিরিজের আওতায় iQOO 12 এবং iQOO 12 Pro আগামী মাসে চিনের বাজারে লঞ্চ করা হবে।

iQOO 12 ফোনটি গেমিং সেগামেন্টে চালু করা হবে। আপকামিং দুটি ফোনে লেটেস্ট Snapdragon 8 Gen 3 প্রসেসর থাকতে পারে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি Android 14 অপারেটিং সিস্টামে কাজ করতে পারে। আপকামিং iQOO 12 Series ফোনটি 7 নভেম্বর লঞ্চ করা হবে। চাইনা ওয়েবসাইট Weibo এই দুটি স্মার্টফোনের ছবি দেখা যেতে পারে। এখান থেকে আপকামিং ফোনের সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: দিওয়ালির আগে Jio-র বড় ধামাকা! মাত্র 2600 টাকায় লঞ্চ করল নতুন 4G JioPhone

iQOO 12 Series ফোনের ছবি ফাঁস

ফাঁস হওয়া পোস্টার অনুযায়ী, iQOO 12 ফোনটি 6.78-ইঞ্চি BOE OLED ফ্ল্যাট ডিসপ্লে সহ আসবে বলে আশা করা হচ্ছে, যা 1.5K রেজোলিউশন, একটি 144Hz রিফ্রেশ রেট, 3000nits পিক ব্রাইটনেস এবং 2160Hz PWM ডিমিং ফিচার সহ আসবে। এই তথ্য Gizmochina রিপোর্টে বলা হয়েছে।

iQOO 12 ফোনটি অপটিক্যাল ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আসতে পারে। এছাড়া, iQOO 12 ফোনে 5000mAh ব্যাটারি সহ আসবে বলে আশা করা হচ্ছে, যা 120W ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।

iQOO 12 leaked specs sheet (Credit: Gizmochina)
iQOO 12 leaked specs sheet (Credit: Gizmochina)

iQOO 12 ফোনে OIS সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাও থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, ফোনে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 64-মেগাপিক্সেল টেলিফটো লেন্স সহ 3x অপটিক্যাল জুম এবং 100x পর্যন্ত ডিজিটাল জুম ক্ষমতা দেওয়া যেতে পারে।

আরও পড়ুন: Amazon GIF 2023 Sale: 3000 টাকার কমে SmartWatch আরও সস্তায়! এই অফার মিস করা যাবে না

অন্যদিকে, iQOO 12 Pro ফোনটি কার্ভড এজ সহ 6.78-ইঞ্চি 2K Samsung E7 AMOLED ডিসপ্লের সাথে আসতে পারে বলে আশা করা হচ্ছে। এতে 144Hz রিফ্রেশ রেট, 2700 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, 1440Hz PWM ডিমিং এবং একটি আল্ট্রাসোনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকতে পারে। এর পাশাপাশি, iQOO 12 Pro ফোনটি 5100mAh ব্যাটারিতে কাজ করবে, যা 120W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

iQOO 12 Pro leaked specs sheet (Credit: Gizmochina)
iQOO 12 Pro leaked specs sheet (Credit: Gizmochina)

তেমনই, iQOO 12 Pro ফোনটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ OIS সাপোর্ট করবে। ফোনের প্রাইমারি ক্যামেরাটি সম্ভবত একটি 50-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি 64-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সহ একটি 64-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে, যা 3x অপটিক্যাল জুম এবং 100x পর্যন্ত ডিজিটাল জুম ক্ষমতা সহ আসতে পারে।

iQOO 12 এবং iQOO 12 Pro মডেলে 16MP ফ্রন্ট ক্যামেরা, উন্নত গেমিংয়ের জন্য একটি ডেডিকেটেড Q1 ডিসপ্লে চিপ, Wi-Fi7, 5G, ডুয়াল স্টেরিও স্পিকার এবং হ্যাপটিক ফিডব্যাকের জন্য একটি অতিরিক্ত-বড় X-এক্সিস লিনিয়ার মোটর থাকবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: Airtel Recharge Plans: একবার রিচার্জে 3 মাস চলবে প্ল্যান, প্রতিদিন 2 জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং সহ একগুচ্ছ অফার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo