iPhone 14 Discount: নতুন iPhone 15 লঞ্চের আগেই আইফোনে দেদার ছাড়, জানুন কোথায় পাবেন এত সস্তা

iPhone 14 Discount: নতুন iPhone 15 লঞ্চের আগেই আইফোনে দেদার ছাড়, জানুন কোথায় পাবেন এত সস্তা
HIGHLIGHTS

Apple এর বর্তমান 5G প্রিমিয়াম ফোন iPhone 14 লঞ্চের পর থেকে সবচেয়ে কম দামে বিক্রি করা হচ্ছে

iPhone 14 Red Colour Variant ই-কমার্স Flipkart সাইট 79,900 টাকার বদলে 66,999 টাকার লিস্ট করা হয়েছে

iPhone 13 ফোনটি Flipkart সাইটে 56,999 টাকার শুরুর দামে লিস্ট করা হয়েছে

Apple এর বর্তমান 5G প্রিমিয়াম ফোন iPhone 14 লঞ্চের পর থেকে সবচেয়ে কম দামে বিক্রি করা হচ্ছে। আপনি যদি আইফোনে বড় ছাড়ের অপেক্ষায় রয়েছেন, তবে আজই সুযোগ। আপকামিং iPhone 15 লাইনআপ লঞ্চ হওয়ার আগেই কোম্পানি তার iPhone 14 ফোনের বাম্পার ছাড় অফার করছে। আসুন জেনে নেওয়া যাক ছাড়ের পর iPhone 14 price in India কত হবে।

iPhone 14 ফোনে কত ডিসকাউন্ট (Price Discount on iPhone 14)

iPhone 14 Red Colour Variant ই-কমার্স Flipkart সাইট 79,900 টাকার বদলে 66,999 টাকার লিস্ট করা হয়েছে।

আরও পড়ুন: Apple এর মেগা ইভেন্ট আজ, iPhone 15 সহ আর কোন প্রোডাক্ট হবে লঞ্চ, এখানে দেখুন লাইভ

iPhone 14 price dicount on flipkart

এছাড়া, HDFC bank credit card পেমেন্টে 4000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। 

এই ছাড়ের ফোনের দাম আরও কমে 62,999 টাকা হয়ে যাচ্ছে।

বলে দি যে সমস্ত ছাড় মিলিয়ে মোট 16,901 টাকার ছাড় পেতে পারেন গ্রাহকরা।

এর পাশাপাশি, iPhone 13 ফোনটি Flipkart সাইটে 56,999 টাকার শুরুর দামে লিস্ট করা হয়েছে। এটা এখন পর্যন্ত iPhone 13 এর সবচেয়ে কম দাম।

এছাড়া আপনি যদি HDFC ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন, তবে iPhone 13 Price পরবে মাত্র 54,999 টাকা।

আরও পড়ুন: Redmi 12 কে টেক্কা দেবে Made in India Lava Blaze 2 Pro, 8GB RAM এবং 50MP ক্যামেরা সহ আর কী রয়েছে এই সস্তার ফোনে?

iphone 14 price cut before iphone 15 launching

iPhone 14 বা iPhone 13 কোনটা কিনবেন? নাকি iPhone 15

লিক অনুযায়ী, Apple তার আপকামিং iPhone 15 লাইনআপে একাধিক আপডেট আনতে চলেছে। জানা গিয়েছে যে আইফোন 15 ক্যামেরা, ব্যাটারি, চিপসেট, ডিজাইন এবং আরও অনেক কিছুর ক্ষেত্রে বড় আপগ্রেড আসতে পারে। তবে অবশ্যই এই সমস্ত আপগ্রেডের সাথে ফোনের দামও বেশি হতে চলেছে।

আপনি যদি লেটেস্ট ফিচার সহ Upcoming iPhone 15 এর অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং আপনার বাজেটে হয়, তবে আইফোন 15 একটি সেরা বিকল্প হতে পারে।

যদি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আইফোন কিনতে চান, তবে আমরা বলবো যে iphone 14 এর তুলনায় iPhone 13 আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে।

আরও পড়ুন: 84 দিনের ভ্যালিডিটি সহ Jio Cheapest Recharge Plan, কলিং-ডেটা সহ আর কী সুবিধা পাবেন 400 টাকার কমে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo