iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max লঞ্চ, ফোনে রয়েছে 1TB স্টোরেজ

iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max লঞ্চ, ফোনে রয়েছে 1TB স্টোরেজ
HIGHLIGHTS

iPhone 13 Pro মডেলে থাকবে সুপার রেটিনা XDR ডিসপ্লে, ProMotion ফিচার সমেত

সংস্থার তরফে জানানো হয়েছে যে iPhone 13 Pro ডিভাইসে ব্যাটারি কোয়ালিটিকে আরও উন্নততর করা হয়েছে

iPhone 13 Pro ও iPhone 13 Pro Max স্মার্টফোন আসবে 5G সাপোর্ট সমেত

আইফোন লাভারদের জন্য রয়েছে দারুণ সুখবর। 14 সেপ্টেম্বর ‘California Streaming’ ভার্চুয়াল ইভেন্টে লঞ্চ করেছে নতুন iPhone 13 সিরিজ।এছাড়াও কোম্পানি নতুন আইপ্যাড ও Apple Watch Series 7 ডিভাইসের ঝলক  তুলে ধরেছে এই ইভেন্টে। টেক মার্কেটে এসেছে নতুন iPhone 13, iPhone 13 mini, iPhone 13 Pro, iPhone 13 Pro Max মডেল। রয়েছে  দুর্দান্ত ক্যামেরা ফিচার ও হাই কোয়ালিটি ব্যাটারি। প্রতিটি ডিভাইসেই মিলবে একই রকমের স্ক্রিন সাইজ ও ডিসপ্লে ডিজাইন। নতুন আইফোন সিরিজের প্রতিটি মডেল চলবে iOS 15 ভার্সনে। তবে এই নতুন মডেলগুলির মধ্যে যে iPhone 13 Pro ও iPhone 13 Pro Max স্মার্টফোন যে একাধিক আপগ্রেড নিয়ে আসবে তা অনেক আগে থেকেই বলা হয়েছিল।

নতুন iPhone 13 Pro ও iPhone 13 Pro Max ডিভাইসে রয়েছে iPhone 13 ও iPhone 13 mini ডিভাইসের চাইতে অনেক বেশি প্রিমিয়াম ডিজাইন। যদিও নতুন এই iPhone 13 সিরিজকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে এই ডিভাইসের 120Hz ProMotion ডিসপ্লে। তবে আগের iPhone 12 সিরিজে ছিল 60HZ রিফ্রেশ রেটের  ডিসপ্লে। আসুন জেনে নেওয়া যাক iPhone 13 Pro ও iPhone 13 Pro Max ডিভাইস সম্পর্কে আরও বিস্তারিতভাবে-

iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max স্মার্টফোনের দাম-

iPhone 13 Pro মডেল আমেরিকাতে পাওয়া যাবে $ 999 এ। যা ভারতীয় মুদ্রায় 73,000 টাকা মতন।
iPhone 13 Pro Max ডিভাইসে কেনা যাবে $1099 দিয়ে। যা ভারতীয় মুদ্রায় 81,000 টাকা মতন।
ভারতে iPhone 13 Pro মোবাইল কেনা যেতে পারে 119,900 টাকা দিয়ে। অন্যদিকে iPhone 13 Pro Max স্মার্টফোনের ভারতে দাম পড়তে পার 129,900 টাকা।  
iPhone 13 Pro ডিভাইসের 1TB স্টোরেজ অপশনের দাম হতে পারে 169,900 টাকা পর্যন্ত। 
অন্যদিকে iPhone 13 Pro Max মডেলের 1TB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবার সম্ভাবনা রয়েছে 179,900 টাকা অবধি।

iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max স্মার্টফোনের স্পেসিফিকেশন-

Apple সংস্থার তরফে জানানো হয়েছে যে iPhone 13 Pro মডেলে নতুন ক্যামেরা আপগ্রেড হিসেবে থাকবে একটি টেলিফটো লেন্স 3X অপটিক্যাল জুম সমেত। এছাড়া থাকবে একটি আলট্রা- ওয়াইড ক্যামেরা লারজ সেন্সর সমেত , বিশেষত ল-লাইট ফটোগ্রাফির জন্য। সেইসঙ্গে থাকবে একটি ওয়াইড ক্যামেরা f/1.5 অ্যাপারেচর সমেত।

অ্যাপেল এই নতুন সিরিজের প্রতিটি ক্যামেরায় নাইট মোড ফিচার এনেছে সেইসঙ্গে iPhone 13 Pro ও iPhone 13 Pro Max ডিভাইসে রয়েছে ম্যাক্রো মোড। কোম্পানি জানিয়েছে এই নতুন সিরিজে থাকবে বিভিন্ন ফটোগ্রাফিক স্টাইল যা ফটো রেন্ডার হবার সময় রিয়েল টাইম এডিট করবে।

নতুন এই সিরিজের ডিসপ্লে সম্পর্কে বলতে গেলে বলা যায় যে iPhone 13 Pro স্মার্টফোন আসে 6.1 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে। অন্যদিকে  iPhone 13 Pro Max মোবাইল আসছে 6.7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে। 

iPhone 13 Pro ও iPhone 13 Pro Max মডেলকে  অ্যাপেলের iPhone লাইনআপের সবচাইতে প্রো- ভার্সন মডেল হিসেবে মনে করা হচ্ছে। এই মডেলগুলিতে রয়েছে A15 বায়োনিক চিপ।

iPhone 13 প্রো ইউজারদের জন্য অ্যাপেল এনেছে ভিডিও রেকর্ডিংয়ের জন্য সিনেম্যাটিক মোড। সেইসঙ্গে রয়েছে টাইম- ল্যাপস ও স্লো- মোশানের মতন বেশ কিছু পরিচিত ফিচার। এই প্রথম আইফোন সিরিজের প্রো- মডেলগুলি আসছে ম্যাক্রো ভিডিও মোডসমেত। এছাড়া থাকছে 5G কানেক্টিভিটির সুবিধা।

এই সমস্ত স্পেশ্যাল ফিচার ছাড়াও নতুন মডেলগুলিতে রয়েছে তিনটি রেগুলার স্টোরেজ অপশন- 128GB, 256GB এবং 512GB। অ্যাপেলের iPhone 13 Pro ও iPhone 13 Pro Max মডেল আসছে 1TB স্টোরেজ অপশনের সঙ্গে।

অ্যাপেলের iPhone 13 সিরিজের দুটি প্রো-লেভেল মোবাইলেই রয়েছে সেরামিক শেল্ড ফ্রন্ট কভার । iPhone 13 Pro মডেলগুলি পাওয়া যাবে গ্রাফিতে (Graphite), গোল্ড (Gold), সিলভার(Silver) ও সিয়েরা নীল( Sierra Blue) কালার অপশনে।

Digit.in
Logo
Digit.in
Logo