Invens Diamond D2, Fighter F1 আর Fighter F2 ভারতে লঞ্চ হল

HIGHLIGHTS

এ গুলি বাজেট ফোন আর এতে ভিমেন সেফটি অ্যাপ্লিকেশানও আছে, এই তিনটি ফোনের সঙ্গে ২ বছরের ওয়ারেন্টিও পাওয়া যাচ্ছে

Invens Diamond D2, Fighter F1 আর Fighter F2 ভারতে লঞ্চ হল

চিনের স্মার্টফোন তৈরির কোম্পানি Invens ভারতে তাদের তিনটি স্মার্টফোন নিয়ে এসেছে। কোম্পানি ভারতে Diamond D2, Fighter F1 আর Fighter F2 ফোন গুলি নিয়ে এসেছে। এ গুলি বাজেট ফোন আর এতে ভিমেন সেফটি অ্যাপ্লিকেশানও আছে, এই তিনটি ফোনের সঙ্গে ২ বছরের ওয়ারেন্টিও পাওয়া যাচ্ছে। আপনি যদি স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে অ্যামাজনের এই ডিল গুলি দেখতে পারেন
 
Invens Diamond D2 এর দাম 7,490 টাকা আর সেখানে Fighter F1 আর Fighter F2 এর দাম যথাক্রমেঃ 8,990 টাকা আর 11,490 টাকা।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

স্পেক্স আর ফিচার্স কি

Invens Diamond D2: ফোনটিতে কোম্পানি 5-ইঞ্চির HD ডিসপ্লে দিয়েছে, যার রেজিলিউশান 1280 x 720 পিক্সাল। এই ফোনটিতে 1.3GHz কোয়াড কোর প্রসেসার আর 2GB র‍্যাম দেওয়া হয়েছে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড নৌগাট 7.0 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে।

এই ফোনটিতে 8MP’র রেয়ার ক্যামেরা LEDফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে আর এর সঙ্গে এর ফ্রন্ট ক্যামেরা 5MP ‘র। এই ফোনটিতে 4G VoLTE সাপোর্ট আছে। এর ব্যাটারি 2800mAh এর।

Invens Fighter F1: এবার এই ফোনটির ফিচার্স দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5-ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ইউজার্সরা 1280 x 720 পিক্সাল রেজিলিউশান পাবে। এতে 1.3GHz কোয়াড কোর প্রসেসার, 2GB র‍্যাম আর 16GB স্টোরেজ দেওয়া হয়েছে। স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়।

এই ফোনটির ক্যামেরা কেমন তা একবার দেখে নেওয়া যাক এতে 13MP’র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে যা LED ফ্ল্যাশ যুক্ত। এর ফ্রন্ট ক্যামেরাটি 5MP’র। এতে 4G VoLTE, ওয়াই ফাই 802.11 b/g/n, ব্লুটুথ 4.0 আর GPS এর মতন ফিচার্স দেওয়া হয়েছে। এই ফোনটিতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড নৌগাটে কাজ করছে। কোম্পানি এই ফোনটিতে 3200mAh এর ব্যাটারি দিয়েছে।

Invens Fighter F2: এই ফোনটিতে কোম্পানি 5-ইঞ্চির HD ডিসপ্লে দিয়েছে যার রেজিলিউশান 1280 x 720 পিক্সাল। এতে 1.3GHz কোয়াড কোর প্রসেসার দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এতে 3GB র‍্যাম আর 32GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়।

এই ফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা LED ফ্ল্যাসের সঙ্গে দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এই ফোনটিতে 8MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড নৌগাটে কাজ করে আর এর ব্যাটারি 3200mAh এর।

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo