InFocus A2 ফোনটি রিলায়েন্সের 30GB 4G ডাটার সঙ্গে ভারতে 5,199 টাকায় লঞ্চ হল

HIGHLIGHTS

এই ফোনটি ব্ল্যাক আর শ্যাম্পেন গোল্ড কালার অপশানে কিনতে পাওয়া যাবে

InFocus A2 ফোনটি রিলায়েন্সের 30GB 4G ডাটার সঙ্গে ভারতে 5,199 টাকায় লঞ্চ হল

ইনফোকাস একটি নতুন এন্ট্রি-লেভেলের স্মার্টফোন ভারতে লঞ্চ করে দিয়েছে। এই স্মার্টফোনটির নাম Called A2 আর এর দাম 5,199 টাকা। আর এই ফোনটি ব্ল্যাক আর শ্যাম্পেন গোল্ড কালার অপশানে কিনতে পাওয়া যাবে। কোম্পানি এই ফোনটি লঞ্চ হওয়ার কথা তাদের অফিসিয়াল টুটার হ্যান্ডেল থেকে করেছে। এই স্মার্টফোনটি অফলাইন রিটেল চ্যানেলে কিনতে পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 

 

এর সঙ্গে রিলায়েন্স জিওর ইন্ট্রডাক্টারি অফার দেওয়া হয়েছে। যদি কোন জিও ইউজার্স এই ফোনটি কেনেন তবে সে 30GB অব্দি ফ্রি ডাটা পাবে। আর এছাড়া যারা এই ফোনটি মোবিকুইক ওয়ালেট থেকে কিনবেন তারা 300টাকা অব্দি ক্যাশব্যাক সুপারক্যাশ হিসাবে পাবেন। আর এই ক্যাশব্যাকের পরে ইনফোকাস A2 ফোনটির দাম 4,899টাকা হয়ে যাবে। 20,000টাকা দামের কিছু সেরা স্মার্টফোন

এবার এই InFocus A2 ফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এতে 5-ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে যা 2.5D কার্ভড গ্লাস যুক্ত। আর এতে একটি Spreadtrum SC9832 কোয়াড কোর চিপসেট আছে আর এর কল্ক স্পিড 1.3GHz। এই ফোনটির র‍্যাম 2GB আর এর ইন্টারনাল স্টোরেজ 16GB। আর এই ফোনটিতে মাইক্রো এসডি কার্ডের জায়গাও দেওয়া হয়েছে।

এই নতুন ইনফোকাসের ক্যামেরা কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5- মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আর 5-মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে আর এর সঙ্গে এই ফোনটিতে একটি LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে। শুধু টাই নয় এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে বিউটি মোড দেওয়া হয়েছে যাতে ভাল সেলফি ওঠে। এই স্মার্টফোনটিতে কানেক্টিভিটির জন্য 4G LTE, VoLTE, Wi-Fi 802.11 b/g/n, ব্লুটুথ, GPS আর একটি USB পোর্ট আছে। এই ফোনটিতে 2,400mAh এর ব্যাটারি আছে। কোম্পানি বলেছে যে এই ফোনটিতে একদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.0  নৌগাট আউট অফ দি বক্স দেওয়া হয়েছে।

ইনফোকাসের এই ফোনটির প্রতিযোগিতা হবে Xiaomi Redmi 5A,10.or D আর Nokia 2 ফোন গুলির সঙ্গে। Xiaomi Redmi 5A ফোনটির 2GB/16GB ভেরিয়েন্টের দাম 5,999টাকা। আর এই ফোনটির 3GB/32GB ভেরিয়েন্টের দাম 6,999টাকা। 10.or D ফোনটির দাম 4,999টাকা আর Nokia 2 ফোনটি 6,999 টাকায় কিনতে পাওয়া যায়।

সোর্সঃ ইমেজ সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo