6GB র্যা ম আর ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে ভারতে নতুন ফোন লঞ্চ হয়েছে

HIGHLIGHTS

Infinix Zero 5 স্মার্টফোনটি ২২ নভেম্বর থেকে সেলের জন্য বিশেষভাবে ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাবে, এই স্মার্টফোনটি 64GB আর 128GB স্টোরেজ যুক্ত

6GB র্যা ম আর ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে ভারতে নতুন ফোন লঞ্চ হয়েছে

Infinix Mobile ভারতে তাদের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস Zero 5 লঞ্চ করেছে। আর এই ফোনটির দাম Rs. 20,000 ফোনটিতে 6GB র‍্যাম দেওয়া হয়েছে। এই ডিভাইসের ব্যাকে 12MP আর 13MP’র ক্যামেরা দেওয়া হয়েছে। এই ডিভাইসে প্রাইমারী 12MP Sony IMX386 সেন্সার 1.25 মাইক্রোন পিক্সাল সাইজের আর এর সেনেকেন্ডারি সেন্সার Samsung S5KM3 যা 1 মাইক্রোন পিক্সাল সাইজের। সেকেন্ডারি সেন্সারে টেলিফটো লেন্স আর f/2.6 অ্যাপার্চার যুক্ত, যার মাধ্যমে অপ্টকাল জুম পোট্রেট শটস প্রোডিউস করা যায়। 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Zero 5 ফোনের 6/64GB ভেরিয়েন্টটি Rs. 17,999 দামে কিনতে পাওয়া যাবে, আর সেখানে এই ডিভাইসের 6/128GB Zero 5 Pro ভেরিয়েন্টটি Rs. 19,999 দামে কেনা যাবে। এই ফোনটি ২২ নভেম্বর থেকে বিশেষ ভাবে ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাবে। 

 

এই ফোনটিতে 5.98 ইঞ্চির ডিসপ্লে আছে যা 1080p রেজিলিউশান যুক্ত আর এটি 2.5D  কার্ভড গ্লাস প্রোটেকশান যুক্ত। এই ডিভাইসে ফ্রন্টে 16MP’র ক্যামেরা দেওয়া হয়েছে যা Samsung S5K3P8 সেন্সার আর f/2.0  অ্যাপার্চার যুক্ত। এই ডিভাইসের সাইজ 200  গ্রামের মধ্যে।  

এছারা এই ফোনটিতে 4350 mah এর ব্যাতাড়ই দেওয়া হয়েছে যা USB টাইপ- C পোর্ট যুক্ত। এই ডিভাইসে মীডিয়াটেক হেলিও P25 চিপসেট আছে। আর এই স্মার্টফোনে দুটি সিম স্লট আর একটি ডেডিকেটেট মাইক্রো এসডি স্লট আছে।

Infinix Zero 5 ফোনটিতে কোম্পানি Infinix Quiet 2 আর Quiet X নয়েজ কন্সলিং হেডফোন লঞ্চ করেছে। এই হেডফোন গুলির দাম যথাক্রমে Rs. 2,499 আর Rs. 6,999। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo