মাত্র 7000 টাকার দামে ভারতে এন্ট্রি করল Infinix Smart 5, জেনে নিন ফিচার

মাত্র 7000 টাকার দামে ভারতে এন্ট্রি করল Infinix Smart 5, জেনে নিন ফিচার
HIGHLIGHTS

Infinix Smart 5 একটি বাজেট মোবাইল ফোন এবং মিডিয়াটেক হেলিও G25 প্রসেসরের মতো বৈশিষ্ট্য রয়েছে

Infinix Smart 5 ভারতের বাজারে 7,199 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ফোনটি 18 ফেব্রুয়ারি দুপুর 12টায় ফ্লিপকার্টে বিক্রি হবে

Infinix বৃহস্পতিবার ভারতে তার লেটেস্ট বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। নতুন Infinix Smart 5 একটি বাজেট মোবাইল ফোন এবং মিডিয়াটেক হেলিও G25 প্রসেসরের মতো বৈশিষ্ট্য রয়েছে। ফোনটি সিঙ্গেল র‌্যাম এবং স্টোরেজ ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক ইনফিনিক্স স্মার্ট 5-এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে সমস্ত কিছু…

Infinix Smart 5: দাম এবং উপলভ্যতা

Infinix Smart 5 ভারতের বাজারে 7,199 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ফোনটি 18 ফেব্রুয়ারি দুপুর 12 টায় ফ্লিপকার্টে উপলব্ধ করানো হবে। হ্যান্ডসেটটি বাজারে বেগুনি, নীল, সবুজ এবং কালো রঙের বিকল্পে কেনা যাবে।

Infinix Smart 5: স্পেসিফিকেশন

ইনফিনিক্স স্মার্ট 5 ফোনে 6.82 ইঞ্চি HD+ (1640 x 720 পিক্সেল) ডিসপ্লে রয়েছে। স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও 20.5: 9 এবং এটি Eye Care Mode ফিচার সপোর্ট করে। ফোনে 2GB RAM এবং 32GB ইনবিল্ট স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজটি 256GB বাড়ানো যেতে পারে। হ্যান্ডসেটে মিডিয়াটেক হেলিও G25 প্রসেসর দেওয়া হয়েছে।

Infinix Smart 5 অ্যান্ড্রয়েড 10 এ কাজ করে। ফোনে পাওয়ার দেওয়ার জন্য 6000mAh ব্যাটারি সরবরাহ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য স্মার্টফোনে 4G VoLTE, জিপিএস, জিপিআরএস, ব্লুটুথ 5.0, ওয়াই-ফাইয়ের মতো ফিচার রয়েছে। ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জি-সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, জাইরোস্কোপ এবং ই-কম্পাস রয়েছে। হ্যান্ডসেটটির ওজন 207 গ্রাম।

ইনফিনিক্সের এই ফোনে 13 মেগাপিক্সেল প্রাইমারি এবং লো লাইট সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Digit.in
Logo
Digit.in
Logo