50MP প্রাইমারি ক্যামেরা সহ Infinix Hot 11 এবং Infinix Hot 11S ভারতে লঞ্চ, দাম 9 হাজার থেকে শুরু

50MP প্রাইমারি ক্যামেরা সহ Infinix Hot 11 এবং Infinix Hot 11S ভারতে লঞ্চ, দাম 9 হাজার থেকে শুরু
HIGHLIGHTS

Infinix Hot 11 এবং Infinix Hot 11S স্মার্টফোন ভারতে লঞ্চ হয়েছে

Infinix Hot 11 এবং Infinix Hot 11S স্মার্টফোনের দাম 8,000 টাকা থেকে 11,000 টাকা রেঞ্জে

দুটি স্মার্টফোনেই রয়েছে মিডিয়াটেক হেলিও চিপসেট

ইন্ডিয়ান টেক মার্কেটে লঞ্চ করেছে দুটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন মডেল Infinix Hot 11 এবং Infinix Hot 11S। এই দুটি মডেলই পাওয়া যাচ্ছে 8,000 টাকা থেকে 11,000 টাকা রেঞ্জে। Infinix Hot 11 স্মার্টফোনে রয়েছে 6.78 ইঞ্চি এফএইচডি প্লাস ড্রপ নচ ডিসপ্লে। অন্যদিকে Infinix Hot 11S মোবাইলে রয়েছে  6.78 ইঞ্চি এফএইচডি প্লাস পাঞ্চহোল ডিসপ্লে সঙ্গে 90Hz রিফ্রেশ রেট। দুটি স্মার্টফোনেই রয়েছে মিডিয়াটেক হেলিও চিপসেট। এছাড়া রয়েছে ট্রিপল কার্ড স্লট যেখানে একটি অংশ রয়েছে মাইক্রো এসডি কার্ডের জন্য যার মাধ্যমে বাড়ানো যাবে 256GB পর্যন্ত স্টোরেজ এক্সপ্যানশন। আসুন জেনে নেওয়া যাক এই নতুন দুই মডেলের দাম ও ফিচারগুলি কি কি –

Infinix Hot 11 এবং Infinix Hot 11S স্মার্টফোনের দাম কত? সেল কবে থেকে শুরু হবে

Infinix Hot 11 মোবাইলের 4GB RAM ও 64GB স্টোরেজ মডেল কেনা যাবে 8,999 টাকায়। 

Infinix Hot 11S ডিভাইসের 4GB RAM ও 64GB স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে 10,999 টাকায়।

Infinix Hot 11 স্মার্টফোন পাওয়া যাবে সেভেন ডিগ্রি পারপেল, পোলার ব্ল্যাক, সিল্ভার ওয়েভ কালার অপশনে। 

Infinix Hot 11S পাওয়া যাবে পোলার ব্ল্যাক, গ্রিন ওয়েভ কালার, সেভেন ডিগ্রি পারপেল কালার অপশনে। 

Infinix Hot 11S ফ্লিপকার্টে কেনা যাবে 21 সেপ্টেম্বর থেকে। Infinix Hot 11 ডিভাইসের সেল শুরু হবে সামনের কিছুদিনের মধ্যেই।

Infinix Hot 11 স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • Infinix Hot 11 স্মার্টফোনে রয়েছে  6.78 ইঞ্চি এফএইচডি প্লাস ড্রপ নচ ডিসপ্লে। যেখানে রয়েছে 500 নিটের ব্রাইটনেস ও 90% স্ক্রিন টু বডি রেশিও।
  • এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও G70 চিপসেট যেখানে রয়েছে 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ।
  • এই ডিভাইসের থাকবে ট্রিপল কার্ড স্লট যেখানে একটি অংশ রয়েছে মাইক্রো এসডি  কার্ডের জন্য যার মাধ্যমে বাড়ানো যাবে 256GB পর্যন্ত স্টোরেজ এক্সপ্যানশন।
  • Infinix Hot 11 মোবাইল চলবে XOS 7.6 অপারেটিং সিস্টেমসমেত Android 11 ভার্সনে।
  • Infinix Hot 11 ডিভাইসে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। যেখানে পাওয়া যাবে 13MP প্রাইমারি সেন্সর ও 2MP ডেপথ সেন্সর। এছাড়া ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 8MP সেন্সর।
  • Infinix Hot 11 স্মার্টফোনে মিলবে 5,200 mAh ব্যাটারি।
  • অন্যান্য ফিচার হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, ডুয়াল স্পিকার ও DTS সারাউন্ড সাউন্ড।

Infinix Hot 11S স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • Infinix Hot 11S স্মার্টফোনে 6.78 ইঞ্চি এফএইচডি প্লাস পাঞ্চহোল ডিসপ্লে সঙ্গে 90Hz রিফ্রেশ রেট। স্ক্রিনের টাচ স্যাম্পেল রেট 180HZ। 
  • এই ডিভাইসের রয়েছে মিডিয়াটেক হেলিও G88 চিপসেট সঙ্গে স্টোরেজ হিসেবে রয়েছে 4GB RAM ও 64GB ইন্টারনাল।
  • Infinix Hot 11S ফোনে রয়েছে  50MP প্রাইমারি ক্যামেরা ও কোয়াড এলইডি ফ্ল্যাশ । সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা। 
  • চার্জের বেনিফিট হিসেবে মিলবে 5,000 mAh ব্যাটারির সঙ্গে 18W ফাস্ট চার্জ ফিচার।
  • এছাড়া রয়েছে ট্রিপল কার্ড স্লট যেখানে একটি অংশ রয়েছে মাইক্রো এসডি কার্ডের জন্য যার মাধ্যমে বাড়ানো যাবে 256GB পর্যন্ত স্টোরেজ এক্সপ্যানশন।  
  • অন্যান্য ফিচার হিসেবে রয়েছে ওয়েভ ফ্লো প্যাটার্ন ডিজাইন, রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্পিকার , DTS সারাউন্ড সাউন্ড।

Digit.in
Logo
Digit.in
Logo