Huawei Honor 9 Lite ফোনটির অসাধারন সব স্পেশিফিকেশানের বিষয়ে কিছু খবর জানা গেছে

Huawei Honor 9 Lite ফোনটির অসাধারন সব স্পেশিফিকেশানের বিষয়ে কিছু খবর জানা গেছে
HIGHLIGHTS

এই ফোনটিতে 5.65” স্ক্রিন আছে যার অ্যাস্পেক্ট রেশিও 18:9 আর এটি 1080p+ রেজিলিউশান যুক্ত, যার ফলে এই ফোনটি আরও কম্প্যাক্ট হয়ে উঠেছে

Huawei Honor 9 Lite ফোনটিকে TENAA ওয়েবসাইটে দেখা গেছে আর এই বার এই ফোনটির প্রায় সমস্ত স্পেসিফিকেশানই জানা গেছে।          

এই ফোনটিতে 5.65” স্ক্রিন আছে যার অ্যাস্পেক্ট রেশিও 18:9 আর এটি 1080p+ রেজিলিউশান যুক্ত, যার ফলে এই ফোনটি আরও কম্প্যাক্ট হয়ে উঠেছে। এর ডিসপ্লেটি LCD ডিসপ্লে যা AMOLED প্যানেলকে প্রি লাইনের জন্য ব্যবহার করা যেতে পারে।

সব থেকে বড় খবর এই যে এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 8.0 ওরিও দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি 3GB/32GB ও 4GB/64GB এই দুটি ভেরিয়েন্টে আসবে। তবে এর চিপসেটের নামের বিষয়ে এখনও জানা যায়নি তবে CPU এর স্পেসিফিকেশান কিরিন 659 এর মতন বলেই মনে হয়।

এই ফোনটির সব থেকে বড় বৈশিষ্ট্য এর 4টি ক্যামেরা। এই স্মার্টফোনটির ফ্রন্ট আর ব্যাক দুদিকেই 13MP + 2MP ‘র ডুয়াল ক্যামেরা থাকবে আর তা 1080p অব্দি শুট করতে পারবে।

Honor 9 Lite ফোনটির থিকনেস 7.6mm হবে আর এই ডিভাইসটিতে 2,900mAh ব্যাটারি মাইক্রো এসডি স্লট থাকবে। TENAA এর মাধ্যমে এই ফোনের USB টাইপ বা 3.5mm জ্যাকের বিষয়ে কিছু জানা যায়নি, তবে আগের রিপোর্ট অনুসারে এই ডিভাইসটিতে মাইক্রো USBআর 3.5mm এর জ্যাক থাকতে পারে।

এই ফোনটির দাম আর লঞ্চ ডেটের বিষয়ে কিছু জানা যায়নি।

সোর্সঃ  

Digit.in
Logo
Digit.in
Logo