অ্যামাজন ইন্ডিয়াতে শুরু হল Honor View 10 এর রেজিস্ট্রেশান, 8 জানুয়ারি প্রথম সেল হবে

অ্যামাজন ইন্ডিয়াতে শুরু হল Honor View 10 এর রেজিস্ট্রেশান, 8 জানুয়ারি প্রথম সেল হবে
HIGHLIGHTS

Honor View 10 কোম্পানির লেটেস্ট কিরিন 970 আইওসিতে চলে আর এই ফোনটিতে 16MP + 20MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে

অ্যামাজন Honor View 10 (V 10)স্মার্টফোনটির জন্য রেজিস্ট্রেশান শুরু করে দিয়েছে। Honor এই মাসের প্রথম দিকে এই ফোনটির কথা ঘোষনা করেছিল। আর এটি 8 জানুয়ারি থেকে ভারতে কিনতে পাওয়া যাবে। The Honor V10 ফোনটির দাম € 499 (প্রায় 38,000), কিন্তু ভারতে এর দাম 32,999  টাকা থেকে 34,999 টাকার মাঝে হতে পারে বলে মনে করা হছে আর এই ফোনটি OnePlus 5T  কে প্রতিযোগিতায় ফেলবে।

Honor View 10 ফোনটির বড় বৈশিষ্ট্য যে এই ফোনটিতে কিরিন 970 এসওসি আছে যা AI সম্বন্ধিত কাজ করার জন্য একটি নিউরাল প্রসেসিং ইউনিট (NPU) যুক্ত। এই ডিভাইসটিতে ফুল ভিউ ডিসপ্লে আর ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে।

এই ফোনটির স্পেসিফিকেশান কেমন তা একবার দেখা যাক, এই ফোনটিতে 1080 x 2160 রেজিলিউশান আর 18:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে 5.99 ইঞ্চির FHD+ IPS LCD ডিসপ্লে আছে। এই ফোনটির ব্যাটারি 3750 mAh এর। আর এই ডিভাইসটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।
 
এই স্মার্টফোনটিতে 16MP + 20MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে আর এর ফ্রন্টে একটি 13MP’র ক্যামেরা দেওয়া হয়েছে। এই ডিভাইসটিতে EMUI 8.0 এর সঙ্গে অ্যান্ড্রয়েড 8.0 Oreo আউট অফ দি বক্স আছে। এই ফোনটির র‍্যাম 6GB আর এর ইন্টারনাল স্টোরেজ 128GB। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo