8 জিবি র‍্যাম এবং 5000mAh ব্যাটারি সহ Honor Play 20 স্মার্টফোন লঞ্চ, জানুন ফিচার এবং দাম

8 জিবি র‍্যাম এবং 5000mAh ব্যাটারি সহ Honor Play 20 স্মার্টফোন লঞ্চ, জানুন ফিচার এবং দাম
HIGHLIGHTS

Honor Play 20 ফোনের দাম প্রায় 10,300 টাকা রাখা হয়েছে

Honor Play 20 ফোন 4 জিবি, 6 জিবি এবং 8 জিবি র‌্যাম ভ্যারিয়্যান্টে লঞ্চ করেছে সংস্থা

প্রসেসর হিসাবে Unisoc Tiger T610 চিবসেট দেওয়া হয়েছে Honor Play 20 ফোনে

Honor বাজারে তার নতুন স্মার্টফোন Honor Play 20 লঞ্চ করে দিয়েছে। সংস্থা এই স্মার্টফোন আপাতত চিনের বাজারে হাজির করেছে। চিনের বাজারে ফোনের দাম 899 ইউয়ান (প্রায় 10,300 টাকা) রাখা হয়েছে। এই ফোন 4 জিবি, 6 জিবি এবং 8 জিবি র‌্যাম ভ্যারিয়্যান্টে লঞ্চ করেছে সংস্থা। ফোন ম্যাজিক নাইট ব্ল্যাক, আইসল্যান্ড হোয়াইট, অরোরা ব্লু এবং টাইটানিয়াম সিলভার কালার অপশনে আনা হয়েছে। চিনে এই ফোনের বিক্রি 30 এপ্রিল থেকে শুরু হবে।

Honor Play 20 এর ফিচার এবং স্পেসিফিকেশন

Honor Play 20 ফোনে 720×1600 পিক্সেল রেজোলিউশন সহ 6.5 ইঞ্চির ওয়াটারড্রপ নচ IPS ডিসপ্লে দেোয়া হবে। ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও 89.3 দেওয়া। 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ এই ফোনে প্রসেসর হিসাবে Unisoc Tiger T610 চিপসেট দেওয়া হয়েছে।

মাইক্রো এসডি কার্ড সপোর্ট সহ আসা এই ফোনে ফটোগ্রাফির জন্য স্কয়ার শেপ মডিউলে LED ফ্ল্যাশ সহ একটি ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 13 মেগাপিক্সেল প্রাইমারি এবং 2 মেগাপিক্সেল এর একটি ডেপথ সেন্সর রয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ফোনে পাওয়ার দেওয়ার জন্য এতে 5000mAh ব্যাটারি রয়েছে। অপারেটিং সিস্টমের কথা বললে, এই ফোন অ্যান্ড্রয়েড 10 এর ভিত্তিক Magic UI 4.0 দেওয়া হয়েছে। ফোনের 4GB+128GB ভ্যারিয়্যান্টের দাম 899 ইউয়ান, 6GB+128GB স্টোরেজের দাম 1099 ইউয়ান এবং 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 1399 ইউয়ান রাখা হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo