হনারের এই নতুন স্মার্টফোনটি TENAA এ দেখা গেছে

হনারের এই নতুন স্মার্টফোনটি TENAA এ দেখা গেছে
HIGHLIGHTS

এই স্মার্টফোনটিতে ডুয়াল রেয়ার আর ডুয়াল ফ্রন্ট ক্যামেরা যুক্ত হতে পারে

মডেল নম্বর LND-TL30 এর সঙ্গে একটি নতুন হনারের স্মার্টফোনটি চিনের TENAA সার্টিফিকেশান সাইটে দেখা গেছে। এই স্মার্টফোনটি Honor 7C হতে পারে। বর্তমানে, চিনের ওয়েবসাইটে শুধু এই ফোনটির ছবি দেখা গেছে। এই ব্লুটুথ স্পিকার গুলির ওপর অ্যামাজন ডিস্কাউন্ট দিচ্ছে

এই ফোনটির ছবির ডিজাইন আর লুক দেখা গেছে। এই Honor 7C স্মার্টফোনটি ফুল স্ক্রিন ডিজাইন যুক্ত, এতে 18:9 অ্যাস্পেক্ট রেশিও থাকতে পারে। এরকম মনে হচ্ছে যে এই স্মার্টফোনটিতে ডুয়াল ফ্রন্ট আর ডুয়াল রেয়ার ক্যামেরা থাকতে পারে। আর এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ডিভাইসের ব্যাক সাইডে থাকতে পারে।

Honor 5X আর Honor 6X এর মতন মিড রেঞ্জ স্মার্টফোন লঞ্চ হয়ার পরে Honor 5C আর Honor 6C’র মতন স্মার্টফোনের এন্ট্রি লেভেল ভেরিয়েন্ট লঞ্চের তোরজোড় চলছে। আর এর থেকে অনুমান করা হচ্ছে যে LND-AL30 ফোনটি Honor 7C হতে পারে। সম্প্রতি হনার ফোনের মতন এই ডিভাইস গুলিও EMUI 8.0 আধারিত অ্যান্ড্রয়েড ওরিওর সঙ্গে লঞ্চ করতে পারে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo