Honor 9 Lite কোয়াড ক্যামেরা আর গ্লাস রেয়ার প্যানেলের সঙ্গে লঞ্চ হয়ে গেছে

Honor 9 Lite কোয়াড ক্যামেরা আর গ্লাস রেয়ার প্যানেলের সঙ্গে লঞ্চ হয়ে গেছে
HIGHLIGHTS

Honor 9 Lite ফোনটির দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে তবে, লঞ্চ অফার হিসাবে ফোনটি 10,999 টাকায় কিনতে পাওয়া যাবে, এটি 21 জানুয়ারি থেকে কোম্পানি ওয়েবসাইট আর ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাবে

Honor তাদের লেটেস্ট স্মার্টফোন Honor 9 Lite ভারতে লঞ্চ করে দিয়েছে। এই ডিভাইসটি 13MP + 2MP কোয়াড ক্যামেরা সেটআপ যুক্ত। এই স্মার্টফোনটির রেয়ার প্যানেলে গ্লাস আছে। এই ডিভাইসটির 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 11,999 টাকা আর কোম্পানি লঞ্চ অফার হিসাবে ফোনটি 1,000 টাকার ডিস্কাউন্টে বিক্রি করবে মানে এই ফোনটি 10,999 টাকায় কেনা যেতে পারে। তবে এটা জানা যায়নি যে এই ডিস্কাউন্টটি কত দিন চলবে। আর এই ফোনটির 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 14,999টাকা।

এই স্মার্টফোনটি ফ্লিপকার্টে আর হনারের অনলাইন স্টোরে এক্সক্লিউশিভ ভাবে কিনতে পাওয়া যাবে। এই ফোনটি 21 জানুয়ারি দুপুর 12 টা আর রাত 12টায় ফ্ল্যাশ সেলে এই ডিভাইসটি কিনতে পাওয়া যাবে। 22 আর 23 জানুয়ারিও রাত 12টায় ফ্ল্যাশ সেলে এই ডিভাইসটি কিনতে পাওয়া যাবে।

হনার 9 Lite রাইড মোড আর Paytm এর সঙ্গে অ্যাক্সেসারিজের সুবিধার আপগ্রেড পাবে\। আগেই বলা হয়েছে যে এই স্মার্টফোনটির রেয়ার গ্লাস যুক্ত হবে। এই ডিভাইসটি ব্লু, গ্লোরিয়াস গ্রে আর মিডনাইট ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

এই ফোনটির স্পেসিফিকেশান কেমন তা একবার দেখে নেওয়া যাক। Honor 9 Lite 5.65 ইঞ্চির ফুল HD+ IPS ডিসপ্লে আর 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত। এই ফোনটিতে Kirin 659 চিপসেট আছে। এই ডিভাইসের ব্যাটারি 3000mAh। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.0 Oreo যুক্ত। এই ফোনটি ডুয়াল সিম ডিভাইস আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ফোনের ব্যাকে দেওয়া হয়েছে।

Honor 9 Lite স্মার্টফোনটি 13MP + 2MP’র ডুয়াল ফ্রন্ট ক্যামেরা রেয়ার ক্যামেরা সেটআপ যুক্ত। এই ফোনটিতে কানেক্টিভিটির জন্য GPS, A-GPS, VoLTE, Wi-Fi, ব্লুটুথ, মাইক্রো USB পোর্ট আর 3.5mm অডিও জ্যাক আছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo