Honor 7X ফোনটিতে ‘ফেস আনলক’ ফিচার পাওয়া যাবে

HIGHLIGHTS

হনার ভিউ 10 আর হনার 9 লাইট ডিভাইসেরর পড়ে কোম্পানি এবার ‘ফেস আনলক’ ফিচার হনার 7X স্মার্টফোনটিতে নিয়ে আসতে চলেছে

Honor 7X ফোনটিতে ‘ফেস আনলক’ ফিচার পাওয়া যাবে

হনার ভিউ 10 আর হনার 9 লাইট ডিভাইসেরর পড়ে কোম্পানি এবার ‘ফেস আনলক’ ফিচার হনার 7X স্মার্টফোনটিতে নিয়ে আসতে চলেছে। সুত্রের তরফে জানা গেছে যে হনার 7X খুব তাড়াতাড়ি ‘ফেস আনলক’ ফিচার পাবে। আজকে ফোন সহ এই জিনিস গুলির ওপর ভাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে
 
আর এটি হওয়ার সঙ্গে সঙ্গে এক সময় প্রিমিয়াম ফোনের এই ফিচারটি এবার সব স্মার্টফোনে পাওয়া যাবে, যার মধ্যে হনার ভিউ 10, হনার 9 লাইট আর হনার 7X আছে।
 
হনার 7X ফোনটির 32 জিবি ভেরিয়েন্টটির দাম 12,999 টাকা আর এর 64 ভেরিয়েন্টেটির দাম 15,999 টাকা। এই ফোনটি গত বছর নভেম্বর মাসে লন্ডনে লঞ্চ করা হয়েছিল আর এখনও অব্দি এটি 4 কোটির বেশি বিক্রি হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo