3GB র‍্যাম আর ডুয়াল রেয়ার ক্যামেরা যুক্ত এই স্মার্টফোনটি আজকে মাত্র Rs. 9,999 তে কিনতে পাওয়া যাচ্ছে

HIGHLIGHTS

ফ্লিপকার্টে হনার গালা সেল ১১ নভেম্ভর অব্দি চলবে এখানে স্মার্টফোনের ওপর অনেক ভাল ভাল অফার পাওয়া যাচ্ছে

3GB র‍্যাম আর ডুয়াল রেয়ার ক্যামেরা যুক্ত এই স্মার্টফোনটি আজকে মাত্র Rs. 9,999 তে কিনতে পাওয়া যাচ্ছে

এই সময় ডুয়াল রেয়ার ক্যামেরা যুক্ত স্মার্টফোনের একটি আলাদা চাহিদা আছে আর তাই এই ধরেনর স্মার্টফোন কেনার আলাদা উৎসাহও দেখা যায়। আর আপনার জন্য এবার এই ধরনের ফোন কেনার একটি খুব ভাল সুযোগ এসেছে। আসলে অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে হনার গালা সেল চলছে। এতে হনারের স্মার্টফোনের ওপর খুব ভাল ডিস্কাউন্ট আর অফার পাওয়া যাচ্ছে। 
 
এই সেলে Honor 6X 3GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ওপর খুব ভাল ডিস্কাউন্ট দিচ্ছে। ডিস্কাউন্টের পরে এই ফোনটি মাত্র Rs. 9,999 আপনার হয়ে যাবে। এমনিতে এই স্মার্টফোনটির দাম Rs. 11,999 বলা হয়েছে।    

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ফোনটির 64GB ইন্টারনাল স্টোরেজ আর 4GB র‍্যাম ভেরিয়েন্টটির দাম ডিস্কাউন্টের পরে Rs. 11,999 আপনার হতে পারে। আসলে এর দাম Rs 13,999। এই ফোনটিতে 12MP + 2MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটিতে 5.5-ইঞ্চির ফুল HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটিতে 3340mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এতে কিরিন 655 প্রসেসার আছে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo