Flipkart দিচ্ছে Google Pixel 4a স্মার্টফোনের ওপর 6,000 টাকার ছাড়

Flipkart দিচ্ছে Google Pixel 4a স্মার্টফোনের ওপর 6,000 টাকার ছাড়
HIGHLIGHTS

ফ্লিপকার্টে এখন Google Pixel 4a স্মার্টফোন কেনা যাবে 25,999 টাকায়

লঞ্চের সময়ে Pixel 4a মোবাইলের দাম ছিল 31,999 টাকা

Google Pixel 4a মোবাইলের ক্ষেত্রে পুরনো মডেলের ওপর এক্সচেঞ্জে পাওয়া যাবে 15,000 টাকা পর্যন্ত ছাড়

Flipkart’s Big Billion Days সেল 3 অক্টোবর অর্থাৎ আজ থেকে শুরু হয় গিয়েছে। তবে সেলের আগেই ই- কমার্স সংস্থা ফ্লিপকার্ট দিচ্ছে জবরদস্ত অফার। এখন ফ্লিপকার্টে Google Pixel 4a স্মার্টফোন কেনা যাচ্ছে মাত্র 25,999 টাকায়। এই মিড রেঞ্জ পিক্সেল মডেল ইন্ডিয়ান টেক মার্কেটে লঞ্চ হয়েছিল গতবছরেই। এখনো অবধি গুগলের পিক্সেল সিরিজের পরের মডেল লঞ্চ হয়নি। যার ফলে এটি হল এখনো পর্যন্ত পিক্সেল সিরিজের লেটেস্ট মডেল। 

এতদিন পর্যন্ত ফ্লিপকার্টে Google Pixel 4a মোবাইলে 31,999 টাকায় কেনা যেত। তবে সম্প্রতি ফ্লিপকার্ট চালু করেছে এই মডেলের ওপর লিমিটেড পিরিয়ড অফার। যার ফলে এই পিক্সেল ফোনের ওপর পাওয়া যাবে এক্কেবারে 6,000 টাকার ছাড়। এখন কেনা যাবে 25,999 টাকায়।

Asus থেকে Dell সিঙ্গেল চার্জে 8 ঘন্টা পর্যন্ত চলে এই সব Laptop, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে পাওয়া যাচ্ছে বাম্পার ছাড়

Google Pixel 4A Price and Offer:

দুর্দান্ত ডিসকাউন্টের পাশাপাশি Pixel 4a ডিভাইসের ওপর পাওয়া যাচ্ছে দারুণ অফার। এছাড়াও Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করলে পাওয়া যাবে এই ডিভাইসের ওপর 1,500 টাকা পর্যন্ত ছাড়। যার ফলে সবমিলিয়ে Pixel 4a মোবাইলের দাম পড়বে 24,499 টাকা মতন। এছাড়াও Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করলে পাওয়া যাবে এই ডিভাইসের ওপর 1,500 টাকা পর্যন্ত ছাড়। যার ফলে সবমিলিয়ে Pixel 4a মোবাইলের দাম পড়বে 24,499 টাকা মতন।

আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট কার্ড দিয়ে কিনতে Pixel 4a ডিভাইসের ওপর পাওয়া যাবে 1,000 টাকার ডিসকাউন্ট। ফলে এই স্মার্টফোনের দাম গিয়ে দাঁড়াবে 24,999 টাকায়।

Google Pixel 4a মোবাইলের ক্ষেত্রে পুরনো মডেলের ওপর এক্সচেঞ্জে পাওয়া যাবে 15,000 টাকা পর্যন্ত ছাড়। এখান থেকে কিনুন

Google Pixel 4a স্মার্টফোনের স্পেসিফিকেশন-

  • Google Pixel 4a স্মার্টফোনে রয়েছে 5.81 ইঞ্চির ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে। এই ডিভাইসের টপ লেফট কর্নারে রয়েছে পাঞ্চ-হোল সেটআপ। 
  • এই ডিভাইস কাজ করে স্ন্যাপড্রাগন 730G প্রসেসরে।
  • Pixel 4a মডেলের ক্যামেরা স্পেসিফিকেশন হিসেবে রয়েছে 12.2 MP প্রাইমারি ক্যামেরা যা গুগলের কম্পিউশানাল ফটোগ্রাফি অ্যালগোরিদমকে ব্যবহার করে হাই কোয়ালিটি ফটো তুলতে  সাহায্য করে। 
  • এই মোবাইলে ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 8MP ক্যামেরা।
  • স্টোরেজ ফিচার হিসেবে Pixel 4a ফোনে রয়েছে  6GB RAM এবং 128 GB স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপ্যান্ড করা যাবে। 
  • এই ডিভাইসের রয়েছে  3,140 mAh ব্যাটারি ফিচার এবং কাজ করবে Android 11 ভার্সনে।
  • এই মোবাইলে রয়েছে ই- সিম সাপোর্টের ফিচারও।

Amazon Great Indian Festival 2021: 15000 টাকা বাজেটে ব্র্যান্ডেড রেফ্রিজারেটর পাওয়া যাচ্ছে সস্তা দামে

 

 

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo