Google Pixel 5a 5G স্মার্টফোন টেক মার্কেটে লঞ্চ করেছে। নতুন এই স্মার্টফোনের সঙ্গে Pixel 4a 5G মডেলের মিল রয়েছে। পিক্সেল 4a 5G মডেলের তুলনায় নতুন পিক্সেল 5a 5G স্মার্টফোন মডেলে রয়েছে ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্স ফিচার, অ্যাডভান্সড ব্যাটারির সুবিধা, নতুন এই মডেলে মিলছে চার্জার বক্স। তবে গুগলের তরফে জানানো হয়েছে যে পরের Pixel 6 মডেলে কোনো চার্জার বক্স দেওয়া হবে না।
Google Pixel 5a 5G স্মার্টফোনের 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটির দাম 449 ডলার। যা ভারতীয় মুদ্রায় 33,400 টাকা মতন। এই মডেলটি মিলবে কেবল মোস্টলি ব্ল্যাক কালার অপশনে। জাপান ও ইউনাইটেড স্টেটস আমেরিকাতে এই স্মার্টফোন মডেল এখন কেবল প্রিঅর্ডারের মাধ্যমেই পাওয়া যাবে। পিক্সেল 5a 5G স্মার্টফোনের সেল শুরু হবে 26 আগস্ট থেকে।
Pixel 5a 5G মডেল কাজ করবে অ্যান্ড্রয়েড 11 ভার্সনে। এই মডেলে রয়েছে 6.34 ইঞ্চি ফুল HD OLED ডিসপ্লে। এই ডিভাইসটির রিফ্রেশ রেট 60Hz এবং অ্যাসপেক্ট রেশিও 20:9 । এই মডেলে রয়েছে 413ppi পিক্সেল ডেনসিটি এবং HDR সাপোর্ট। এই পিক্সেল স্মার্টফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G SoC প্রসেসর। সঙ্গে রয়েছে অ্যাডরেনো 620 GPU। নতুন এই স্মার্টফোনে থাকবে 6GB LPDDR4x RAM এবং 128GB স্টোরেজ।
Pixel 5a 5G স্মার্টফোনে রয়েছে 12.2MP প্রাইমারি সেন্সর সঙ্গে f/1.7 লেন্স। থাকবে 16MP সেন্সর সঙ্গে f/2. 2 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এছাড়া রয়েছে 118,7 ডিগ্রি আলট্রা ওয়াইড শুটার। Pixel 5a 5G মডেলে রয়েছে 8MP সেলফি শুটার সঙ্গে f/2.0 aperture।
Pixel 5a 5G মডেলে থাকবে ডুয়াল ব্যান্ড Wi-fi, Bluetooth v 5.0, NFC,GPS, 3.5mm হেডফোন জ্যাক এবং টাইপ সি ইউএসবি পোর্ট। সেন্সর হিসেবে এই ডিভাইসে থাকবে প্রক্সিমিটি সেন্সর, অ্যামবিয়েন্ট লাইট সেন্সর। এছাড়াও থাকবে accelerometer, gyrometer, magnetometer, barometer। সেইসঙ্গে থাকবে রিয়েল-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নতুন এই পিক্সেল মডেলে থাকবে 4,680mAh ব্যাটারি সাপোর্ট এবং 18W ফাস্ট চার্জের সুবিধা। Pixel 5a 5G মডেলের ওজন 183 গ্রাম এবং এতে মিলবে IP67 ওয়াটার ও ডাস্ট রেজিস্টেন্সের সুবিধা।
গুগলের তরফে কিছুদিন আগেই Pixel 6 স্মার্টফোন লঞ্চের বিষয়টি ঘোষণা করা হয়েছে ও সেইসঙ্গে পিক্সেল 6 মডেলের স্পেসিফিকেশনের ঝলক খানিকটা প্রকাশ পেয়েছে। একটি টেক সংস্থার রিপোর্টে বলা হয়েছে যে নতুন Pixel 6 মডেলে কোনো চার্জার দেওয়া হবে না। সম্ভবত Pixel 5a 5G পিক্সেল সিরিজের শেষ মডেল, যেখানে স্মার্টফোনের সঙ্গে চার্জার বক্স দেওয়া হবে।
সমস্ত প্রযুক্তিগত খবর, প্রোডাক্ট রিভিউ, বিজ্ঞান-প্রযুক্তি ফিচার এবং প্রযুক্তিগত আপডেটের জন্য, Digit.in-এ যান বা আমাদের Google News পেজে ক্লিক করুন৷