Exclusive: 3 মার্চ 10 হাজার টাকার কম দামে ভারতে আসছে নতুন POCO 5G ফোন, প্রকাশ্যে এল স্পেক্স
POCO লেটেস্ট বাজেট স্মার্টফোন Poco M7 5G লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে
সুত্র থেকে Digit কে জানানো হয়েছে যে কোম্পানির আপকামিং ফোন পোকো এম7 প্রো হবে
আপকামিং পোকো এম7 5জি ফোনটি সাব-প্রাইস 10 হাজার টাকার সেগামেন্টে আসবে
POCO কোম্পানি তার লেটেস্ট বাজেট স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আপকামিং পোকো ফোনটি হবে Poco M7 5G, যা 3 মার্চ ভারতে লঞ্চ হবে। সুত্র থেকে Digit কে জানানো হয়েছে যে কোম্পানির আপকামিং ফোন পোকো এম7 প্রো হবে। পোকোর আপকামিং ফোনটি সাব-প্রাইস 10 হাজার টাকার সেগামেন্টে আসবে। আপকামিং ফোনে 4nm Qualcomm চিপ, টার্বো RAM এবং আরও একগুচ্ছ ফিচার অফার করা হবে এই প্রাইস রেঞ্জে।
Surveyরিপোর্ট অনুযায়ী, পোকো এম7 5জি ফোনটি Qualcomm এর Snapdragon 4 Gen 2 প্রসেসরে কাজ করবে। এতে 6 জিবি পর্যন্ত RAM দেওয়া হবে।
আরও পড়ুন: Realme P3 Pro না Realme P2 Pro: কোনটি হবে আপনার জন্য সঠিক চয়েজ, দেখে নিন দাম থেকে স্পেক্স এক নজরে
Poco M7 5G ফোনে কী থাকবে বিশেষ
A truly well-rounded smartphone under ₹10K—possible or a myth?
— Himanshu Tandon (@Himanshu_POCO) February 24, 2025
Read More: https://t.co/j1AEEJNYzK
With rising expectations, what matters most to you in a budget device? Let’s settle this debate! 👇
অফিসিয়াল পোকো এম7 5জি টিজারে এমন একটি ডিজাইন প্রকাশ করা হয়েছে যা তার আগের Poco M6 এর তুলনায় ছোট বেজেল থাকবে। ফ্রন্টের ক্যামেরাটি একটি পাঞ্চ-হোল ডিসপ্লেতে রাখা হয়েছে, একটি গোলাকার ফ্রেমের সাথে যা পূর্ববর্তী মডেলগুলির সাথে ডিজাইনের ধারাবাহিকতা বজায় রাখে। পিছনে, আমাদের কাছে একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল রয়েছে যাতে সম্ভবত দুটি ক্যামেরা রয়েছে।
এর আগে, পোকো এম7 ফোনটি গুগল প্লে কনসোলে লিস্ট করা হয়েছিল। এখান থেকে জানা যায় যে আপকামিং পোকো ফোনটি Snapdragon 4 Gen 2 এর সাথে দুটি Cortex-A78 কোর 2.2GHz এবং ছয়টি Cortex-A55 সাপোর্ট করবে। নতুন পোকো ফোনে এম6 এর মতোই 1640×720 পিক্সেল রেজোলিউশন থাকবে বলে জানা গেছে।

পোকো এম7 লঞ্চের আগে, Poco India-এর কান্ট্রি হেড হিমাংশু ট্যান্ডন X-এ একটি পোল চালিয়েছে যেখানে ইউজারদের জিজ্ঞাসা করা হয়েছিল যে 10K-এর কম “well-rounded” স্মার্টফোন কি সম্ভাবনা নাকি একটি মিথ, এবং RAM, ক্যামেরা, ডিসপ্লে এবং ব্যাটারি লাইফের দিক থেকে পোকো এম7 থেকে কী আশা করা যায় তার একটি প্রিভিউ দিয়েছেন।
ভারতে কত দামে আসবে পোকো এম7 ফোনটি, এবং বিক্রি কবে
যদিও পোকোর তরফে নিশ্চিত করে দেওয়া হয়েছে যে আপকামিং ফোনটি 3 মার্চ লঞ্চ হবে। তবে আপকামিং ফোনের দাম এখনও কিছু নিশ্চিত করা হয়েনি। খবর অনুযায়ী, তার বাজেট ইউজারদের ধরে রাখতে আপকামিং ফোনটি বাজেট সেগামেন্টে আনবে। আশা করা হচ্ছে যে পোকো এম7 ফোনের দামও কোম্পানির পুরনো M6 ফোনের দামের কাছাকাছি হবে। বলে দি যে পোকো এম6 ফোনটি 10 হাজার টাকার কম দামে লঞ্চ করা হয়েছিল।
পোকো এম7 5জি ফোনটি 3 মার্চ 2025 দুপুর 12 টায় ভারতে লঞ্চ হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: ফের কম দামে, ভরপুর ফিচার নিয়ে হাজির হবে নতুন Vivo T4x 5G স্মার্টফোন, জানুন কী থাকবে বিশেষ
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile