Exclusive: জুন মাসেই ভারতে লঞ্চ হচ্ছে Oppo K13x ফোন, প্রকাশ্যে এল প্রথম লুক

Exclusive: জুন মাসেই ভারতে লঞ্চ হচ্ছে Oppo K13x ফোন, প্রকাশ্যে এল প্রথম লুক

ভারতে চলতি বছরের শুরুতে Snapdragon 6 Gen 4 এবং বড় শক্তিশালী 7000mAh ব্যাটারি সহ Oppo K13 ফোন লঞ্চ হয়েছিল। এখন কোম্পানি তার K-Series এর আওতায় নতুন এডিশন OPPO K13x আনতে চলেছে। ইন্ডাস্ট্রি সোর্স থেকে Digit আপকামিং ওপ্পো কে১৩এক্স ফোনের এক্সক্লুসিভ প্রথম লুক পেয়েছে।

লিক হওয়া ছবিতে ওপ্পো কে১৩এক্স ফোনটি মিডনাইট ভয়েলেট ফিনিশ ডিজাইনে দেখা যাচ্ছে। এছাড়া এটি লাইটে অন্য কালারে দেখা যাচ্ছে। ওপ্পো কে১৩এক্স ফোনটি গ্লসি এবং ম্যাট ফিনিশ ডিজাইনে আসবে। ওপ্পো কে১৩এক্স ফোনটি হালকা ওজন এবং স্লিম বডি সহ আসবে।

আরও পড়ুন: 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 12GB RAM সহ Motorola Edge 60 5G ভারতে লঞ্চ জানুন দাম কত

OPPO K13x তাোকা্

অন্যদিকে ওপ্পো কে১৩এক্স ফোনের আরেকটি বিশেষ ফিচার হল তার ক্যামেরা ডিজাইন। পাশাপাশি ফোনে ক্যামেরা রিংগ এন্টি-ফিঙ্গার কোটেড দেওয়া। তবে ওপ্পোর তরফে এখন পর্যন্ত আপকামিং ফোনের কোনো স্পেসিফিকেশন বা লঞ্চ টাইমলাইন অফিসিয়ালি প্রকাশ করেনি। এছাড়া আপকামিং ওপ্পো কে১৩এক্স ফোনটি কোম্পানির ওপ্পো কে১৩ এর তুলনায় বেশি সস্তা হবে। অনুমান করা হচ্ছে যে গত বছরের পুরনো OPPO K12x ফোনের মতো 15000 টাকার কম দামের সেগামেন্টে আসবে।

আমাদের সোর্স অনুযায়ী, ওপ্পো কে১৩এক্স ফোনটি 2025 সালে জুন মাসের শেষে লঞ্চ হতে পারে।

Oppo K13x ফোনের স্পেসিফিকেশন কেমন হবে

খবর অনুযায়ী, ওপ্পো কে১৩এক্স ফোনে 6.67-ইঞ্চি FHD+ AMOPLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট থাকতে পারে। এছাড়া পারফরম্যান্সের জন্য আপকামিং ওপ্পো ফোনে Snapdragon 6 Gen 4 চিপসেট অফার করা হবে। এটি LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ সহ পেয়ার করা হবে।

পাশাপাশি, ওপ্পো কে১৩এক্স ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসতে পারে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল সেন্সর থাকবে। সাথে ফ্রন্টে থাকবে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার দিতে ওপ্পো কে১৩এক্স ফোনটি 6820mAh ব্যাটারি সহ 80W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া যেতে পারে।

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হবে Realme Narzo 80 Lite 5G স্মার্টফোন, দাম হবে 10 হাজারের কম

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo