ভারতে লঞ্চ হল দুর্দান্ত ফিচার সহ POCO C3, দাম মাত্র 7,499 টাকা

ভারতে লঞ্চ হল দুর্দান্ত ফিচার সহ POCO C3, দাম মাত্র 7,499 টাকা
HIGHLIGHTS

Poco C3-র 3GB র‌্যাম ও 32GB স্টোরেজ ভ্যারিয়্যান্টস-এর দাম শুরু হচ্ছে মাত্র 7,499 টাকা থেকে

Poco C3 আসলে Redmi 9C-র রিব্র্যান্ড, রেডমি ৯ সি চলতি বছরে জুন মাসে মালয়েশিয়ায় লঞ্চ করা হয়েছিল

POCO C3 স্মার্টফোনে থাকছে 6.53 ইঞ্চির এইচডি প্লাস LCD ডিসপ্লে পাওয়া যাবে

অবশেষে ভারতে লঞ্চ হল POCO C3। সংস্থা একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে পোকো-র নতুন স্মার্টফোন ভারতে নিয়ে আসে। এই ফোনটির বিক্রি ই-কমার্স সাইট Flipkart থেকে করা হবে। বলে দি যে Poco C3 আসলে Redmi 9C-র রিব্র্যান্ড, রেডমি ৯ সি চলতি বছরে জুন মাসে মালয়েশিয়ায় লঞ্চ করা হয়েছিল।

POCO C3 দাম

ভারতে Poco C3-র 3GB র‌্যাম ও 32GB স্টোরেজ ভ্যারিয়্যান্টস-এর দাম শুরু হচ্ছে মাত্র 7,499 টাকা থেকে। অন্য দিকে ফোনটির 4GB র‌্যাম ও 64GB স্টোরেজের দাম 8,999 টাকা। Poco C3 ফোনটি আর্কটিক ব্লু, লাইম গ্রিন, ম্যাটে ব্ল্যাক কালারের পাওয়া যাবে। ১৬ অক্টোবর থেকেই এই ফোনটির সেল শুরু হবে। অনলাইনে Flipkart থেকেও ফোনটি কিনতে পারবেন।

Poco C3 ফিচার্স

POCO C3 স্মার্টফোনে থাকছে 6.53 ইঞ্চির এইচডি প্লাস LCD ডিসপ্লে পাওয়া যাবে, যার পিক্সেল রেজোলিউশন 720×1600 পিক্সেলস। ফোনটিতে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর পাবেন। ফোনে 3GB র‌্যাম + 32GB স্টোরেজ এবং 4GB র‌্যাম + 64GB স্টোরেজ পাওয়া যাবে।

Poco C3 ফোনের ক্যামেরার কথা বললে, এই ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মূল ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলের, দ্বিতীয় লেন্সটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো এবং তৃতীয় লেন্সটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর থাকবে। পাশাপাশি সেলফির জন্য এই ফোনটিতে ৫ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন।

কানেক্টিভিটির দিক থেকে POCOফোনের 5,000mAh ব্যাটারি রয়েছে যা 10W ফাস্ট চার্জিংকে সপোর্ট করে। ফোনটিতে 3.5mm অডিও জ্যাক, 4G LTE, ওয়াই-ফাই এবং মাইক্রো ইউএসবি পোর্টের মতো ফিচার রয়েছে। ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকও রয়েছে। Android 10-এর ‘MIUI 12 for Poco’-র সাহায্যে চলবে এই স্মার্টফোন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo