BLACK SHARK 2 PRO ফোনটি 30 জুলাই লঞ্চ হবে

BLACK SHARK 2 PRO ফোনটি 30 জুলাই লঞ্চ হবে
HIGHLIGHTS

30 জুলাই ব্ল্যাক শার্ক 2 Pro ফোনটি লঞ্চ করা হবে

এই ফোনটির আগে আরও দুটি ফোন এসেছে

ব্ল্যাক শার্ক 2 ফোনটি সম্প্রতি ভারতে লঞ্চ করা হয়েছে আর এবার কোম্পানি তাদের নতুন স্মার্টফোন ব্ল্যাক শার্ক 2 প্রো লঞ্চ করবে। আর এই ফোনটি কোম্পানি চিনে লঞ্চ করবে যা কোম্পানির তৃতীয় ফোন।

কোম্পানি মাইক্রোব্লগিং সাইট ওয়েবোতে লঞ্চ ডেট জানিয়েছে আর এই লঞ্চ ইভেন্ট 30 জুলাই হবে। আর এই ফোনটি স্ন্যাড্র্যাগন 855 প্লাস SOC র সঙ্গে আসবে। এখনও পর্যন্ত এই ফোনের স্পেক্স জানা জায়নি।

আসুস সম্প্রতি জানিয়েছিল যে তারা তাদের ROG ফোন 2 স্ন্যাপড্র্যাগন 855 প্লাস চিপসেটের সঙ্গে লঞ্চ করবে। আর এই ফোনটি 23 জুলাই চিনে লঞ্চ করা হবে। আর নুবিয়া জানিয়েছে যে নুবিয়া রেড ম্যাজিগ 3 ফোনটি স্ন্যাপড্র্যাগন 855 অক্টা কোর চিপসেটের সঙ্গে আসবে।

আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্লাসের সঙ্গে 485 CPU আর 2.96 Ghz ক্লক স্পিড আছে। আর এই ফোনে অ্যাড্রিনো 640 GPU 15 আছে।

ভারতে ব্ল্যাক শার্ক 2 ফোনটি দুটি ভেরিয়েন্টে এসেছে এর মধ্যে একটি 6GB/128GB একটি 12GB/256GB। আর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা আছে যা 48MP কোয়াড সেন্সার যুক্ত আর এই ফোনে এর সঙ্গে একটি 2X ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে 27W ফাস্ট চার্জ যুক্ত 4000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo